• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

গোলাপের বিছানা!

  রহমান মৃধা

১১ আগস্ট ২০২৩, ১৫:১৪
গোলাপের বিছানা!
গোলাপের বিছানা ও ফাইজারের প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সাবেক পরিচালক রহমান মৃধা (ছবি : সংগৃহীত)

আমার বিছানাটা এখনো অর্ধেক খালি,

তুমি এখানে থাকলে হতো বাকি অর্ধেক পূর্ণ।

তুমি কাছে নেই দিন যায় কিন্তু শেষ হতে চায় না।

তুমি যেখানে আছো সেখানে আমি যদি থাকতাম,

নিঝুম সন্ধ্যায় শুনিতে পাইতাম তোমার প্রতিধ্বনি।

স্মৃতি হয়ে তুমি আছো সবসময় আমার সাথে,

আমি যা দেখি তা আমাদের দুজনকে নিয়ে একটি সিনেমা।

ছোট্ট এই সিনেমার পর্দায় আটকে আছি আমরা দুজনে।

তবুও মনে হয় বারে বারে;

আমি একটি গোলাপের বিছানা,

তৈরি করব তোমার জন্য।

আমি প্রতিটি মোমবাতি জ্বালাবো,

তুমি সেই গানটি গাইবে আমার জন্য।

যে গান তুমি সবসময় গাও।

আমি একটি গোলাপের বিছানা,

তৈরি করব তোমার জন্য।

স্টকহোম এখন ধূসরে ভরা,

গ্রীষ্মকাল খুব দ্রুত চলে যাবার পথে।

এখন বসন্ত ঘনিয়ে আসছে এবং

শীঘ্রই তুমি আমার হৃদয়ে আসবে।

তুমি সম্ভবত ভেবেছিলে,

আরে একটু বেশি সময় নিবে আমাকে।

আমি নিখোঁজ হব,

তোমার চোখের তাকিয়ে থাকা গভীরে।

আমার নিঃসঙ্গ পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা, যেখানে কোনো প্রশ্ন করা হয়নি।

তোমার সাথে আমি নিজে হারিয়ে যাবো।

যেখানে কোনো কথার প্রয়োজন হবে না।

আমি একটি গোলাপের বিছানা,

তৈরি করব তোমার জন্য।

আমি প্রতিটি মোমবাতি জ্বালাবো,

তুমি সেই গানটি গাইবে আমার জন্য।

যে গান তুমি সবসময় গাও।

আমি একটি গোলাপের বিছানা,

তৈরি করব তোমার জন্য।

লেখক : রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ফাইজার, সুইডেন।

[email protected]

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড