• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাঙচিলের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

  নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর ২০২৩, ১৮:১২
গাঙচিল

২৭ অক্টোবর (শুক্রবার) গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৮৫ তম ঢাকা গাঙচিল সাহিত্য সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয় রাজধানীর শিশুকল্যাণ ভবনে। অনুষ্ঠানে গাঙচিল সেরা গ্রন্থ পুরস্কার ২০২৩ প্রদান করা হয় এবং এবং বিচারক মন্ডলীর প্রস্তাবে পুরস্কারের জন্য নির্বাচিত দেশ ও দেশের বাইরের লেখকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গাঙচিল কেন্দ্রীয় মহাসচিব ড. ইদ্রিস আলী এবং সাংগঠনিক বক্তব্য রাখেন গাঙচিলের প্রতিষ্ঠাতা খান আখতার হোসেন।

অনুষ্ঠানে কবিতা, গল্প, উপন্যাস ও শিশুতোষ গ্রন্থ শাখায় সেরা গ্রন্থ প্রতিযোগিতায় বাংলা সাহিত্যের বিভিন্ন লেখকদের জমাদেওয়া বইসমূহের মধ্যে বিচারকমণ্ডলীর রায়ে সেরা গ্রন্থ পুরস্কার দেওয়া হয়। এছাড়া গাঙচিল আজীবন সদস্য সম্মাননা, গাঙচিল সেরা শাখা সম্মাননা সহ ভারত থেকে আগত লেখকদের সম্মাননা দেওয়া হয়।

দিনব্যাপী আয়োজন তিনটি পর্বে বিভিক্ত হওয়ায় প্রতিটি পর্বে অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন। দিনব্যাপী আয়োজন শেষ হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড