• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

জেনেছি তোমায়

  প্রিয়াংকা নিয়োগী

১৬ এপ্রিল ২০২৪, ১৮:৩২
জেনেছি তোমায়- প্রিয়াংকা নিয়োগী

জেনেছি তোমায় তোমার মতো করে

বুঝেছি তোমায় আমার মতো করে,

জীবনের জল প্রপাতে

ভালোবাসার জোয়ার আনতে চাই তোমার হাত ধরে।

যত জানি জানতে ইচ্ছে করে তোমায়,

যত ভাবি তোমায় নিয়ে গভীর হই নির্দ্বিধায়,

সাতরাতে চায় মন আমার প্রেমের মোহনায়।

জেনেছি তোমায় ঠিক তেমন করে,

কেউ জানেনি যা আমার মতো করে।

বোঝেনি কেউ তোমায় এতো গভীরভাবে,

যা বুঝেছি আমি তোমায়,

তোমার মতো করে।

মন তোমার রঙধনু,

আমি প্লাবন হই সেই সাত রঙে,

তোমার চোখের ভাষা পড়তে পারি,

রাগটাও বুঝতে পারি,

অভিমানটাও তাড়াতাড়ি মুছে দিতে পারি।

খিদে পেলেও বুঝি,

খেতে হবে তোমার এখন।

চোখে চোখ রেখে বুঝি,

ভালোবাসার প্রতি কতটা গভীর আগ্রহী।

খোলা আকাশে প্রেমের পরশ দেয় হাতছানি,

আমি তুমি সেখানে ডুবি।

কবি: প্রিয়াংকা নিয়োগী, কোচবিহার, ভারত

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড