• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

এইতো সেদিন

  রহমান মৃধা

০৪ আগস্ট ২০২৩, ১৭:১৭
এইতো সেদিন
ফাইজারের প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সাবেক পরিচালক রহমান মৃধা ও তার সহধর্মিণী মারিয়া (ছবি : সংগৃহীত)

বাল্টিক সাগরের পাড় দিয়ে,

সেদিন বিকালে যেতে পথে কৃষি ক্ষেতে,

দেখা হয়েছিল পথে,

বহুদিন পরে তার সাথে।

ভেবেছিলাম বলবে না সে কোনো কথা আর,

পাশ কেটে চলে যাবে না দেখার ভান করে,

অথচ থেমে গেল সেই ক্ষণে দেখে মোরে।

সে শুধু বলেছিল কেমন আছো তুমি?

ভুলি নাই তোমাকে এই সেই আমি।

কি কর?

কোথায় থাকো?

কেন ফোন করো না?

আমি আজও বসে আছি,

তা কি তুমি জানো না?

মুখে হাত বুলিয়ে কত কথা বলিল,

সারা মুখ হাসিতে ভরে ছিল খুশিতে।

যেতে যেতে পথে ক্ষণ করিল প্রশ্ন মোরে

একা একা হাটছো তুমি কারণটা কি?

বলিলাম তাকে আমি,

এ পথ দিয়ে আমি হাঁটি প্রতিদিন

যেতে হয় কৃষি ক্ষেতে পানি দিতে,

তাই সব সময় সঙ্গী মেলেনা হাটিতে।

শুনে সে বলিল মজার লোক তুমি।

আমি যদি সাথী হই হাঁটার পথে,

কি দিবে বল আমাকে বিনিময়ে?

কথাটা শুনিয়া আমি ভাবনায় পড়িলাম,

হঠাৎ আসিল বুদ্ধি মাথার ভেতরে,

বলিলাম দিব খেতে বাংলা শাকসবজি।

বলিল উত্তরে সে, কিন্তু রান্না করবে কে?

আমি তো পারিবো না রান্না করিতে।

ঠিক আছে একবার রান্না করিয়ে

শিখিয়ে দিব যেদিন আসিবে কৃষি ক্ষেতে।

দিন কাল সব ঠিক রান্না হবে কোন দিন।

বলিয়া বিদায় নিতে ধরিল জড়িয়ে

ভাবনায় পড়িলাম কি হবে এখন!

সেই যে জড়িয়ে ধরেছে সে মোরে,

সে আর কেউ না,

নাম তার মারিয়া।

বউ আমার পারে খেতে বাংলা খাবার,

অমৃতের স্বাদ নাকি খেতে লাগে তার।

সেই থেকে আছি মোরা মিলে মিশে।

খাই দাই ঘুরি ফিরি সমস্যা কিসে।

লেখক : রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ফাইজার, সুইডেন।

[email protected]

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড