• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : শহীদ আবরার ফাহাদ সমীপে

  নির্ঝর চৌধুরী

১০ অক্টোবর ২০১৯, ১৪:১০
কবিতা
ছবি : প্রতীকী

আবরার, তুমি তো ঈর্ষা এখন! উড়ে যাও দিগন্ত বিসৃত সীমানায়। এই মুহূর্তে নিশ্চয়ই তুমি জান্নাতে সবুজ পাখিদের সাথে ঘুরে বেড়াচ্ছ! আদালতে খুনির নগ্ন হাসি হয়ত তোমার আত্মাকে খুব কষ্ট দিয়েছে!

জল্লাদের এই উল্লাস মঞ্চ থেকে মরে গিয়ে তুমি বরং বেঁচে গেছো ভাই। আমরা বিবেকের দংশনের বার বার মরতেছি! তোমার মায়ের কান্নায় হয়তো সেদিন আরশে ভূকম্প হয়েছে! আর বাবার আর্তনাদে ভারি হচ্ছে পৃথিবী! ছোটন কাউকে সান্ত্বনা দিতে পারছেনা ডুকরে কেঁদে মরছে, ওসব দেখে কষ্ট হচ্ছে জানি! পারলে স্বপ্নে এসে একবার তাদেরকে সান্ত্বনা দিয়ে যেও!

ওরা তোমাকে চিনলো না, জীবনের দাম দিতে জানলো না। ওরা একদিন বুঝবে,কাঁদবে বড্ড কাঁদবে! শেষ বিচারের দিনে তোমার থেঁতলে দেয়া শরীর তাদেরকে নিকৃষ্ট জাহান্নামের তলদেশে ফেলে দেবে।

জানি এখানে তোমার বিচার পাবোনা! তাই বিচার চাইতে গিয়ে হতাশ হই বার বার। খুব করে চাই যারা তোমার তাজা খুনেও বিচার এড়িয়ে যাচ্ছে একদিন তাদের সন্তানও যেনো তোমার মতো অকালে জান্নাতে চলে যায়।সেদিন হয়ত ন্যায় বিচারের ঢেকুর দেবো।তুমি ভালো থেকো ভাই, মিশে যেও ফিরদাউসের সবুজ পাখির ভিড়ে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড