• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : বহুদিন পর

  আঝরক্ব আহনাফী কাওসার

১৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩২
কবিতা
ছবি : চিত্রগল্প

বহুদিন পর মনে হলো, বহুদিন তোমায় দেখিনি! কতদিন? যতদিন শিশির গা এলায়নি স্তিমিত ঘাসের ওপর, কৃষ্ণচূড়ার ডাল অগ্নি-ফুলের ভারে নুয়ে পড়েনি, জোনাকির দল হারায়নি দূর দিগন্ত-পানে, রামধনু থেকে তোমার প্রিয় নীল রঙ খসে পড়েনি, যতদিন মরু প্রান্তরে মেঘ তার বৃষ্টির রেখা আঁকেনি।

বহুদিন পর মনে হলো, বহুদিন তোমায় শুনিনি! কতদিন? যতদিন অশ্বত্থ গাছের ডাল হতে কুহু ডাক শোনা যায়নি, পালতোলা নৌকোর রঙিন পালে ছিদ্র ধরেনি, জোয়ার-ভাটায় চঞ্চলতা জাগে নি নদীর একাগ্র ঢেউয়ে, হাঁসদের উত্তাল কলরবে ছোট্ট সরোবরটা উতলা হয় নি, যতদিন তোমার আবৃত্তিকৃত ‘দুজন’ কবিতাটি প্রাণভরে শোনা হয়নি।

বহুদিন পর মনে হলো, বহুদিন তোমায় ছুঁইনি! কতদিন? যতদিন চোরাবালিতে আটকে পড়েনি আমার পা দু’টো, সদ্য বেড়ে ওঠা কোনো তরুণী হলুদ প্রজাপতির পিছু নেয় নি, তোমার রক্তিম গাল ছুঁয়ে আকাশ হতে বৃষ্টি নামেনি, কদমের সাদা রঙ মেখে আরো সুশ্রী হতে চায়নি কেউ, যতদিন কচুরি ফুলের বেগুনীতে তোমার চোখ দু’টো আলতো করে ছোঁয়া হয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড