• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

টিপু সুলতানের তিনটি কবিতা

  টিপু সুলতান

২৪ আগস্ট ২০১৯, ১৪:২৪
কবিতা
ছবি : প্রতীকী

চোখে নেমে যাচ্ছে শোক

হাতের ওপিঠে ঠেস রাখা দেয়াল ঘুমন্ত জানালার থাইগ্লাস সরিয়ে খুন চালানো প্রাকটিস দেখতে থাকলাম কেবল মানুষ কোপাচ্ছে মানুষ লাশ-টুকরো টুকরো সকল অঙ্গ-প্রত্যঙ্গ আর কোনো অবশিষ্ট নেই-আনুষ্ঠানিক

বিউগল বাজাচ্ছে গাছপাতা-বৃক্ষপুরুষ এভাবে-কখনো সখনো রাত-দিন চোখে চোখে নেমে যাচ্ছে শোক,অনুতাপ জীবন্ত দু’শালিক উড়ে যায়-অচিন্ত্য আকাশ।

শিল্পছবি

এই নিভৃত ঠিকানায়-তুমি এমনই এক শিল্পছবি শূন্য থেকে ভরাট-পড়শিবাড়ির মালকোঁচা জানালায় -নতুন প্রতীক্ষা, অজন্ত উদাসীন-বিনির্মাণে সঙ্গম শরীর ঘন ঘুৎকারে ভৌতিক প্যাঁচা, সজনেডাঁটায় সুরপাগল -লিরিক বাতাস, আঁধারশাসিত ঘন মেঘ, ব্যাকুল রূপকথা-

এভাবে আষাঢ়, খুচরো রোদ-বৃষ্টি, ভেজা দিগন্ত - ধানক্ষেত, আলপথ-ঝরাপাতা, সকল সম্প্রদায় পেরিয়ে কারোর কালোছাতির বগলদাবা টেনে-শৈশব উঠানে নাগরিক চোখের ভেতর; নিজের ভেতর-আহ! মনো-বক্স

নীলরত্ন মৌন আকাশ

শরীরের সুস্বাদু চিনিমাখা নীলরত্ন মৌন আকাশ তেখাঁজ বরফ, শাদা কাফনের মতো; ছড়ানো- আলুথালু মাছকাঁটা হ্রদ-শিথিল বৃক্ষ, বোবাবাতাস পরিযায়ী ডানায় হিমালয়-উর্বর দ্বীপপুঞ্জ ঘাসের পাখনায় রোদগলা বিকেল-সোনাধান অদূরে কমলালেবু থোড়-থমথম রাত-নক্ষত্র;

এভাবে,যেভাবে-প্রশস্ত চোখ চমকায় সৌধ ফসলির অভয়ারণ্য-হাঁটুভর সমুদ্র হরফের মতো মাটি থেকে বালুকণা-পাথর-নদী, যুগল বাধা গাঙচিল,ঠোঁটে ঠোঁটে দুই শামুক- সুসম্পন্ন রমণী ও পুরুষ হাসছিল-গাঢ় ছায়ায় ডুবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড