• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সালমান হাবীবের পাঁচটি কবিতা

  সালমান হাবীব

১৭ আগস্ট ২০১৯, ১৩:৫৪
কবিতা
ছবি : প্রতীকী

দূরত্ব

দূরত্ব ঘোচাবো বলে যখনি এসেছি কাছাকাছি কাছে এসে দেখি; পথ পেরিয়ে এলেও আরও বেশি দূরে চলে গেছি।

অপেক্ষা

এতটা অপেক্ষায় রাখবেন না তারপর একদিন ফিরে এসে দেখবেন; আপনি আসার আগেই মৃত্যু এসে নিয়ে গেছে আমায়। যেহেতু মৃত্যুর অভিধানে ‘অপেক্ষা’ বলে কোনো শব্দ নাই।

বিষাদের ধারাপাত

সকাল চেয়েছে দুপুরের মতো সন্ধ্যা চেয়েছে রাত, ভোরের চৌকাঠে উঁকি দিয়ে দেখি; লেখা বিষাদের ধারাপাত।

জলজ চোখ

বুকের ভেতর দারুণ খরা একলা লাগে তুমুল কোলাহলে, হঠাৎ দেখি আকাশ কাঁদে! হাত বাড়ালাম বৃষ্টি ছোঁবো বলে,

কী আচানক! গা ভিজে নাই, পা ভিজে নাই কেমন করে আমার তবুও চোখ ভিজে যায় জলে!

দীর্ঘশ্বাসের আকাশ

সাহস করে একদিন আকাশকে বলে দিলাম ‘ভালোবাসি’। নির্বিকার আকাশ আমাকে ভালো না বাসলেও দূরত্ব বাড়ায়নি। দাঁড়িয়ে রইলো যেমন ছিল তেমন।

অথচ, আপনি আমার কাছের ছিলেন। ভাবলাম 'ভালোবাসি' বললে হয়তো আরও কাছের হবেন! সেই ভাবনায় ভালোবাসি বলতেই দূরত্বের দেয়াল দাঁড় করিয়ে দিয়ে কাছের আপনি দূরের আকাশ হয়ে গেলেন।

আকাশ তো তবুও আপন দূরত্বে স্থির, আপনি আকাশ থেকে দীর্ঘশ্বাস হয়ে গেলেন!

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড