• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

আজকের কবিতা

সুব্রত পালের ‘থেকো, বসন্তসন্ধ্যায়’

  সাহিত্য ডেস্ক

১৬ আগস্ট ২০১৯, ১০:০৪
কবিতা
ছবি : প্রতীকী

যদি বসন্ত পলাশ খোঁজে, খুঁজুক। তুমি খুঁজো না রাঙামাটির পথে হাঁটতে ইচ্ছে করলে, হেঁটো না শুধু আমাকে খুঁজো

আমি তো দুরন্ত ফাল্গুন গোটা গায়ে মেখে তোমার জন্য বসে আছি মনে মনে মাদল বাজাচ্ছি আর গোধূলির রঙ দেখছি দিগন্তে

যদি বসন্ত তোমাকে ডাকে, ডাকুক। তুমি যেয়ো না আঙুল ছুঁতে ইচ্ছে করলে, ছুঁয়ো না। কথা বোলো না শুধু আমাকে ছুঁয়ো

আমি তো পাতায় পাতায় লুকিয়ে রেখেছি সব ঢেউ, দ্বীপ, দ্বীপপুঞ্জ

গহন অরণ্য হয়েছি কুয়াশায় সেজেছি কখনো

তবু যদি বসন্ত আসে তোমার কৃষ্ণচূড়া ডালে আর কোকিল ডাকে, তবে অপেক্ষা কোরো। আমি আবির নিয়ে আসছি, থেকো…

নিজেকে দেখাতে গিয়ে শুধু তোমাকেই দেখছি

এই বসন্তসন্ধ্যায় সমস্ত আড়াল, অভিমান, সমস্ত সীমারেখা উপেক্ষা করে আজ তোমারই সামনে এসেছি

এই আনমনা মন, মনের ভেতর তরঙ্গ এই ভ্রূভঙ্গি, এই ঠোঁটের উচ্চারণ সব যদি আলাদা মনে হয় এসো, তাহলে স্পর্শে বুঝি দুরন্ত অস্থিরতা

এসো, ক্রমাগত আঁকড়ে ধরি আর ক্রমাগতই বাঁচার চেষ্টা করি

হে আমার কাঙ্খিত প্রেম আগে তো বলো নি কখনো ভালোবাসায় এত কষ্ট থাকে এত আলোড়ন, এত নিঃসঙ্গতা

কখনো কিছু তো বুঝে নিও কিছু অনুচ্চারিত শব্দ, কিছু সমুদ্র ফেনায় ছিটেফোঁটা যন্ত্রণা, বুঝে নিও

আজ পূর্ণিমা নাকি অমাবস্যা আকাশে চাঁদ আছে কি নেই, কিচ্ছু জানি না আমি শুধু বসন্ত জানি আর জানি তোমাকে তাই তো তোমারই সামনে এসেছি তোমাকেই দেখছি দেখছি ভরসার মত করে, কান্নার মত করে স্পর্ধার মত করে, ইচ্ছের মত করে শুধু তোমাকেই দেখছি

অথচ আমি নিজেকেই দেখাতে এসেছিলাম

এই বসন্তসন্ধ্যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড