• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

জোবাইদা ইসলাম জবা’র পাঁচটি রুবাইয়াৎ

  জোবাইদা ইসলাম জবা

১৭ জুলাই ২০১৯, ০৯:০৯
কবিতা
ছবি : প্রতীকী

পড়শী যখন যাবে ছেড়ে আরশিনগর তোর থেকে, কৃষ্ণগহ্বর ডাকবে সেদিন নিতেই নদীর ঐ বাঁকে। এই কথাটিই বলে ডেকে রাত্রি হলেই সেই দরবেশটা; কেউ আর জানবে নাতো, বাজনা বাজে কোন শাঁখে।

একপেয়ালা আয়ু নিয়ে বড়াই কেন করিস তুই, পয়গম্বরেরও হয়নি সাহস, একটিবার আয়ু ছুঁই! শরাব পিয়ে সাকি খুঁজে দিন পার করেছে অনন্ত; কোন সাহসে দিগন্ত খুঁজিস, মরি যে ভেবেই মুই।

আঙ্গুররসে মাটির পাত্র দেখি খুব সাজালো কুম্ভকার, তুচ্ছ ভেবে হঠাৎ একদিন মাথায় তুলে দেবে আছাড়। পোষ মানা এই ময়নাপাখি,তোর ঘরে আর থাকবে না; দিনকানা তুই বুঝলি না, ঐ কঠিন কুম্ভকারের ব্যবহার।

জন্মস্থান তোর কুমোরবাড়ি সেখানেই তোর ভবিষ্যত, যেখান থেকে যাত্রা শুরু, সেখানেই তোর থামবে রথ। তুই কি জানিস কী জিনিস, কোন রসায়ন তোর দেহে? কেন জপিস আবোলতাবোল, যত পিতৃহীনা মতামত।

যে কুম্ভকার করল তৈয়ার, দেখতে তারে কেমন বল, আস্তিক নাস্তিক ঝগড়া করে, আমার বাড়ে মনোবল। আমার মাঝে আমি’র বাস, শ্বাস রূপে সেই কুম্ভকার; সত্য! আমিত্বটা একেশ্বর, আমি জপি তাকে অনর্গল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড