• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

গিরীশ গৈরিকের বৃক্ষকাণ্ড সিরিজের তিনটি কবিতা

আমার মা এক মৃন্ময়ীবৃক্ষ

  গিরীশ গৈরিক

০১ জানুয়ারি ২০২০, ০৯:১৬
কবিতা
ছবি : প্রতীকী

আমার মা এক মৃন্ময়ীবৃক্ষ তার জীবিত শরীর জুড়ে উইপোকার বসবাস। আমি সেই বৃক্ষে ক্রুশবিদ্ধ হয়ে গেঁথে আছি আর টের পাচ্ছি- বিষাক্ত কামড়ের জ্বালা অথচ- উইপোকারা জানে না- আমাদের কাঠ থেকে তৈরি হবে ম্যাচবাক্সের কাঠি।

আমার মায়ের নাম গীতা রত্ন মা প্রতিদিন মন্দিরে পবিত্র গীতা পাঠ করেন আর আমি মাকে পাঠ করে নিজেকে মন্দির বানাই। যে মন্দিরে ঈশ্বরের কোন স্থান নেই।

শহরের বাড়িগুলো খুব পাশাপাশি অথচ- ভেতরের মানুষগুলো অনেক দূরে দূরে বসবাস করে। তাই আমার মা কোনোদিন শহরের অধিবাসী হতে পারেনি। সে এখন গ্রামে বসে- প্রতিভোরে গোবর দিয়ে উঠান পবিত্র করেন; পূজায় বসেন পূজা শেষ করে খোঁজ নেন- হাঁসমুরগিগুলো কোথায় কেমন আছে। লাউয়ের ডগা আর কতো বড় হলো- মাচাটা কতোটুকু করতে হবে।

আমি শত শত দূরে থেকেও মায়ের এসব কাজ দেখতে পাই আর শুনতে পাই- মা আমাকে কখন কী বলছেন। যেমন করে শত শব্দের ভীড়েও বাসের ড্রাইভার- হেলপারের কথা শুনতে পায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড