• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিজয় দিবসের

কবিতা : প্রিয়তম প্রেয়সী

  মেহেদী হাসান তামিম

১৬ ডিসেম্বর ২০১৯, ১১:১৯
কবিতা
ছবি : প্রতীকী

এ বাংলার অতীত করেনি কখনো নত তাঁর মাথা সবুজে মেখে লাল রচিত মোদের বিজয়গাঁথা সে-ই স্বাধীনতা, প্রিয়তম প্রেয়সী, আমার মুক্তি বারতা।

আসেনি বিজয়, আসেনি একদিনে একাত্তর সবুজ মাঠ ভেসেছিল রক্তে, সেজেছিল রক্তিম প্রান্তর লাল সবুজের তরে তাজা প্রাণ কত গেল যে লোকান্তর!

এসেছে বায়ান্ন, মুখে দিতে মায়ের ভাষা জাতির শ্রেষ্ঠ সন্তান তারা ছাড়েনি কভু আশা বিজয় লিখা বাংলার শিরায় শিরায়, ধমনীতে বিজয় নেশা।

এসেছে ছেষট্টি, এসেছে উনসত্তর এসেছে এ মাটিতে দুষ্টু প্রেতাত্মা, শকুন হায়েনার দল সোনার দেশটি লুটে নিতে করেছে তারা ঘৃণ্য ছলাকলা অপকৌশল! ভূখন্ড, একটি পতাকা পেতেই একতাই ছিল অস্ত্র এক, সে-ই আজো দীপ্তিমান বাংলার দামাল ছেলেরা দেয়নি কভু ছাড় মায়ের অভিমান।

প্রিয় স্বাধীনতা আনতে মোদের সন্তান হয়েছে নিজে অস্ত্র, নিজেই দেশ রক্ষার ঢাল। করি ব্রত চলো, হাতে রাখি হাত বাংলা মোদের প্রাণ, আর প্রেয়সী সবুজের মাঝে লাল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড