• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা: অভিশপ্ত বৃষ্টি

  জুয়েল নাইস

১২ নভেম্বর ২০১৯, ১৬:১৩
কবিতা
ছবি : প্রতীকী

এই বৃষ্টির প্রতিটি ফোটায় মিশে আছে হাজারো গল্পের আর্তচিৎকার, এই বৃষ্টির প্রতিটি ফোটায় রয়েছে গভীর স্মৃতি মায়া-মমতার।

এক ফোটা জল যেন প্রতীক মরুভূমির বুক চিরে বের হওয়া , বিরাট উঁচু পাহাড়-পর্বতের গল্পের সমাপ্তি সবকিছু জ্বালিয়ে দেওয়া।

এই বৃষ্টির প্রতিটি ফোটা লাগে বিষাক্ত সাপের বিষের মতো, মৃত্যুকে আলিঙ্গন করার এক কঠিন দৃশ্যে কেউ আছে সাথে।

এই বৃষ্টি বহু প্রেমিক-প্রেমিকার ইতিহাস গড়া বিচ্ছেদের সাক্ষী, কথা দিয়ে কথা না রাখার এক সহজ প্রতিশ্রুতির সমাপ্তি।

এই বৃষ্টির প্রতিটি ফোটার ভেতর শূন্য হিয়ার হাহাকার জাগে, কোনো হারানো এক স্মৃতির সুর ভেসে আমার কানে লাগে।

এই বৃষ্টি বারবার করে দুঃখের সৃষ্টি মনে পড়ে গল্পের সমাপ্ত, বৃষ্টিতে ভিজে সেদিন সে চলে গেল! বৃষ্টি তুমি বড় অভিশপ্ত।

বৃষ্টি, তোমার শব্দে আমার হৃদয়ে হয় অবিরত রক্তক্ষরণ , তুমি যে হয়েছো বড় অভিশপ্ত বৃষ্টি সেকথা রেখো স্মরণ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড