• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চুলের আগা ​​​​​​​ফাটছে? জেনে নিন ঘরোয়া সমাধান

  লাইফস্টাইল ডেস্ক

০৪ জুন ২০২০, ১১:৪১
চুলের আগা ফাটা
চুলের আগা ​​​​​​​ফাটছে? জেনে নিন ঘরোয়া সমাধান (প্রতীকী ছবি)

যদি আগা ফেটে যায় তবে সহজেই বাড়তে চায় না চুল। এ জন্য নির্দিষ্ট সময় পর পর সামান্য আগা কেটে ফেলা জরুরি। এছাড়াও নিয়মিত আপনার চুলের যত্ন নিয়েও রোধ করতে পারেন আগা ফাটা। এ ক্ষেত্রে বিবর্ণ ও রুক্ষ চুলের জন্য অত্যন্ত কাজে দেবে এই যত্ন। জেনে নিন ঘরোয়া কিছু হেয়ার প্যাক সম্পর্কে।

* টক দই, মধু, অলিভ অয়েল ও ডিমের কুসুম একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। মিশ্রণটি চুলের আগায় ৩০ মিনিট লাগিয়ে রাখুন। ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

* কাঁচা পেঁপে ও টক দই একসঙ্গে ব্লেন্ড করে চুলে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

* নারকেল তেল কুসুম গরম করে সামান্য লেবুর রস মিশিয়ে চুলে ম্যাসাজ করুন। ১ ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

* অ্যালোভেরার জেল লাগান চুলে। চুল শাওয়ার ক্যাপ দিয়ে আটকে রাখন ৪০ মিনিট। ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে।

* নারকেলের দুধ চুলের আগায় লাগিয়ে রাখুন ৪০ মিনিট। ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

* ক্যাস্টর অয়েলের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে চুলে ম্যাসাজ করুন। সারারাত রেখে পরদিন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

আরও পড়ুন : সহজেই রাসায়নিক দিয়ে পাকানো আম চেনার কৌশল

* আধা কাপ পাকা পেঁপে ব্লেন্ড করে ১ টেবিল চামচ আমন্ড অয়েল ও ১ টেবিল চামচ টক দই মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

* একটি পাকা কলা চটকে নিন। ডিম ফেটিয়ে মেশান। সামান্য দুধ ও অলিভ অয়েল মিশিয়ে প্যাক বানিয়ে নিন। চুলে লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড