• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

লম্বা নখেও কি করোনার ঝুঁকি আছে?

  লাইফস্টাইল ডেস্ক

৩১ মার্চ ২০২০, ১৭:২৪
লম্বা নখ
লম্বা নখ (প্রতীকী ছবি)

দাবানলের মতো দেশে দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। এরই মধ্যে প্রাণঘাতী এই ভাইরাস ঢুকে পড়েছে বাংলাদেশেও। এজন্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী নিতে হচ্ছে জরুরি পদক্ষেপ। করোনা ভাইরাস বা কোভিড-১৯ প্রতিরোধে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে পারসোনাল হাইজিন তথা নিজস্ব পরিষ্কার-পরিচ্ছনতার ওপর। এজন্য মুখে হাত না দেওয়া, হাত সাবান-পানি বা স্যানিটাইজারের সাহায্যে বারবার ধোয়াসহ অন্যদের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে।

এমনকি জরুরি প্রয়োজন ছাড়া বাজার কিংবা সুপার শপে যাওয়ার ক্ষেত্রেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এমতাবস্থায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা নজর দিয়েছেন লম্বা নখের দিকেও। যারা নখ লম্বা রাখতে ও নেইল এক্সটেনশন ব্যবহার করতে পছন্দ করেন এবং রাখেন, তাদের ক্ষেত্রে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে কি?

বিজনেস ইনসাইডারের স্বাস্থ্য বিভাগের ইন্টারভিউতে ওয়েবএমডি মেডিক্যাল এডিটর এবং বোর্ড-সার্টিফাইড প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান ড. নেহা পাঠক বলেন, ‘করোনা ভাইরাস বিস্তারের এই সময়টাতে সবকিছুর সঙ্গে নখের দিকেও খেয়াল দেওয়া প্রয়োজন। এটা পুরনো তথ্য যে লম্বা নখের ভেতরে জীবাণু জন্মায়, অন্যদিকে করোনা ভাইরাসের সঙ্গে আমরা সদ্য পরিচিত হতে পেরেছি। মাত্র চার মাস সময় পেয়েছি এই ভাইরাসটি সম্পর্কে গবেষণা করার। তাই এখনও আমরা জানি না, মানুষের ত্বকে ও নখের ওপর করোনা ভাইরাস কতক্ষণ পর্যন্ত জীবিত থাকতে পারে।’

আরও পড়ুন : করোনা পজেটিভ? আতঙ্কিত না হয়ে যা করবেন

ইন্টারনাল ও লাইফস্টাইল মেডিসিন নিয়ে কাজ করা নেহা আরও বলেন, ‘লম্বা নখের নিচের অংশে যেকোনো ধরনের জীবাণুই থাকতে পারে, যদি হাত ও নখ সঠিক পদ্ধতিতে ধোয়া না হয়। এ সময়ে কোনো ঝুঁকি না নেওয়াই শ্রেয়। তাই নখকে একেবারে ছোট করে রাখতে হবে, যেন আঙ্গুলের ত্বককে নখ স্পর্শ করতে না পারে। সেই সঙ্গে এই সময়ে নেইল এক্সটেনশন ব্যবহার করা এড়িয়ে যেতে হবে। কারণ সুস্থ জীবনের গুরুত্ব সবার আগে।’

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড