• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা পজেটিভ? আতঙ্কিত না হয়ে যা করবেন

  স্বাস্থ্য ডেস্ক

৩১ মার্চ ২০২০, ১৬:৫৭
করোনা ভাইরাস
করোনা ভাইরাস পজেটিভ (প্রতীকী ছবি)

বিশ্বব্যাপী নিজের ভয়াল থাবা বসিয়েছে করোনা ভাইরাস বা কোভিড-১৯। সম্প্রতি বাংলাদেশেও আগ্রাসন চালাতে শুরু করেছে প্রাণঘাতী এই ভাইরাস। এরই মধ্যে নিশ্চই জানতে পেরেছেন ১৪ দিনের মধ্যে কোভিড-১৯ এ আক্রান্ত কোনো দেশে যদি বেড়াতে গিয়ে থাকেন অথবা সেসব দেশ থেকে আসা কারও সংস্পর্শে আসেন, তাহলে করোনা ভাইরাসে সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে যায়।

তবে এসবের মধ্যেই যদি জ্বর-শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা দেয় বা করোনা পজেটিভ হয়, তাহলে ঘাবড়াবেন না। আতঙ্কিত না হয়ে আপনাকে যা করতে হবে:

১. সবার আগে সঙ্গরোধ করে সেল্ফ কোয়ারেন্টিনে যান।

২. বাড়ির ভেতরে পরিবারের সদস্যদের থেকেও অন্তত ৬ ফুট দূরে থাকুন।

৩. সম্ভব হলে পৃথক ঘরে থাকুন।

৪. বাড়ির শিশু ও বয়স্কদের থেকে দূরত্ব বজায় রাখুন।

৫. করোনার হেল্পলাইনে ফোন করে নমুনা পরীক্ষা করিয়ে নিন।

৬. গত কিছু দিন ধরে যাদের সঙ্গে দেখা করেছেন তার একটি তালিকা তৈরি করুন।

৭. তাদেরকেও সচেতন থাকতে বলুন।

৮. আতঙ্কিত না হয়ে মানসিকভাবে শান্ত থাকুন।

৯. আপনার ব্যবহৃত জিনিস অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না।

১০. চিকিৎসকের পরামর্শ নিন, তিনি যেভাবে বলেন সেসব নিয়ম মতো চলুন।

১১. কোনো অবস্থাতেই নিজে থেকে কোনো ওষুধ গ্রহণ করবেন না।

আরও পড়ুন : করোনার মাঝেই খুসখুসে কাশি আর জ্বর হলে যা করবেন

১২. প্রয়োজনে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিন।

১৩. বেশি বেশি পানি পান করুন আর পর্যাপ্ত বিশ্রাম নিন।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড