• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিক্ষা কর্মকর্তাদের ভ্রমণভাতা বিষয়ক জটিলতার অবসান

  শিক্ষা ডেস্ক

২৫ নভেম্বর ২০২০, ১১:৪৬
অর্থ মন্ত্রণালয়
অর্থ মন্ত্রণালয়। (ছবি : সংগৃহীত)

দেশের মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের ভ্রমণভাতা বিষয়ক জটিলতা নিরসন করা হয়েছে। কোন কোন খাতে এসব কর্মকর্তারা ভ্রমণভাতা পাবেন সে বিষয়ে দেওয়া হয়েছে সুস্পষ্ট ব্যাখ্যা।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হাসানুল মতিন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে বিদ্যালয় পরিদর্শনে গেলে কর্মকর্তারা ভাতা পাবেন। এ ক্ষেত্রে বিদ্যালয় পরিদর্শন বলতে শ্রেণিপাঠ কার্যক্রম এবং এই কার্যক্রমকে সফল করার জন্য শিক্ষা ও বিদ্যালয় সংশ্লিষ্ট কার্যক্রম পরিদর্শনকে বোঝানো হয়েছে।

ছুটিকালীন সময়ে যদি কর্মকর্তারা পরিদর্শনে যান তাহলে ভাতাপ্রাপ্ত হবেন না। ছুটিকালীন বলতে আবেদনের ভিত্তিতে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ থেকে অনুমোদিত ছুটির সময়কালকে বোঝানো হবে।

আরও পড়ুন : শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন : খুলছে শিক্ষা প্রতিষ্ঠান?

দুর্যোগকালীন পরিস্থিতিসহ স্বাভাবিক সময়ে কোনো তালিকা তৈরি/যাচাই-বাছাই কিংবা বন্যা আশ্রয়কেন্দ্র প্রস্তুত সংশ্লিষ্ট কার্যক্রম পরিদর্শন অর্থ বিভাগের আওতায় ২০১৭ সালের ২০ জুনের পর হলে তা ভ্রমণভাতা প্রাপ্তির জন্য বিবেচিত হবে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড