• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

এইচএসসি পেছানোর নীতিগত সিদ্ধান্ত

  নিজস্ব প্রতিবেদক

২১ মার্চ ২০২০, ১৫:২০
নীতিগত সিদ্ধান্ত
এইচএসসি পরীক্ষার্থী (ছবি : সংগৃহীত)

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড।

শনিবার (২১ মার্চ) সকল বোর্ডের চেয়ারম্যানদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামীকাল পরীক্ষা পেছানোর এই প্রস্তাব আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব-কমিটি থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ জিয়াউল হক। তিনি বলেন, ‘করোনা ভাইরাসের কারণে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামীকাল এ প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

আরও পড়ুন : করোনায় সুনসান তিতুমীর

অন্যদিকে পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্তের কারণে প্রবেশপত্র বিতরণের সময়ও স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ১ এপ্রিল বাংলা (আবশ্যিক) প্রথম পত্র দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। ৪ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা আয়োজন হওয়ার কথা রয়েছে। এরপর ৫ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলার কথা রয়েছে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড