• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাবনায় এসএসসি পরীক্ষার্থীর ওপর দুর্বৃত্তের হামলা

  পাবনা প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৪
পাবনা
দুর্বৃত্তদের হামলায় আহত পরীক্ষার্থী (ছবি : সংগৃহীত)

পাবনার সুজানগরে এক এসএসসি পরীক্ষার্থীর ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এতে ওই শিক্ষার্থী আহত হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সুজানগর উপজেলার কামারদুলিয়ায় এ ঘটনা ঘটে। তাঁতীবন্ধ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ওই শিক্ষার্থীর নাম আল-আমিন। সে সুজানগর উপজেলায় তাঁতীবন্ধ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও একই উপজেলার কামারদুলিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে। হামলাকারীরা ওই পরীক্ষার্থীর প্রতিবেশী।

আহত শিক্ষার্থী জানায়, মঙ্গলবার দুপুরে সে সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল। পথিমধ্যে কামারদুলিয়া দক্ষিণ পাড়া বটতলায় আসার পর একই এলাকার আলমগীর প্রামাণিকের ছেলে মারুফ ও আব্দুর রহমানের ছেলে শাকিল তার রাস্তা রোধ করে। এরপর তাকে বেধড়ক মারধর করে।

স্থানীয়রা তার চিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর আহত আল আলামিনকে তার স্বজনরা সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আরও পড়ুন : শাবির লোকপ্রশাসন বিভাগের নতুন প্রধান ড. শফিকুল

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বাবু জানান, তিনি বিষয়টি শুনেছেন। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে থানায় মামলা হয়নি বলে তিনি জানান।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড