• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১  |   ২৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

শাবির লোকপ্রশাসন বিভাগের নতুন প্রধান ড. শফিকুল

  শাবিপ্রবি প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৭
শাবিপ্রবি
সাবেক বিভাগীয় প্রধানকে সম্মাননা স্মারক প্রদান (ছবি : দৈনিক অধিকার)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে লোকপ্রশাসন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে নতুন বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর আগে অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামের নিকট দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী বিভাগীয় প্রধান অধ্যাপক আনোয়ারা বেগম।

দায়িত্ব হস্তান্তর শেষে একই স্থানে সাবেক বিভাগীয় প্রধানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিদায়ী সংবর্ধনা হিসেবে অধ্যাপক আনোয়ারা বেগমের নিকট সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন— সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফয়সল আহম্মদ, বিভাগের অধ্যাপক ড. শামিমা তাসনীম, সহযোগী অধ্যাপক চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনী ও মোহাম্মদ সামিউল ইসলাম, সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, কানিজ ফাতেমা, মো. মাহমুদ হাসান, সাবিনা ইয়াসমিন ও মোহাম্মদ মোস্তফা কামালসহ বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বিভাগের অ্যালামনাই ও সোসাইটির সদস্যরা।

দায়িত্ব গ্রহণকালে লোকপ্রশাসন বিভাগকে অ্যাকাডেমিক, গবেষণা, সাংস্কৃতিকসহ সার্বিক দিক দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি সকলের সহযোগিতায় বিভাগের স্বর্ণালী অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেয়ার আশাবাদ ব্যক্ত করেন অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

আরও পড়ুন : জাককানইবিতে জেন্ডার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

উল্লেখ্য, সদ্য বিদায়ী বিভাগের প্রধান অধ্যাপক আনোয়ারা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স শেষ করে শাবিপ্রবিতে পলিটিক্যাল স্টাডিজ অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স (পিএসএ) বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীকালে ২০০৫ সালে স্বতন্ত্র বিভাগ হিসেবে লোকপ্রশাসন বিভাগ যাত্রা শুরু করলে বিভাগীয় প্রধানের দায়িত্ব পান তিনি। অ্যাকাডেমিক, সাংস্কৃতিক, খেলাধুলাসহ সকল দিক দিয়ে বিভাগকে এগিয়ে নিতে তার অনন্য অবদান রয়েছে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড