• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘শুধু লেখাপড়া নয় নৈতিকতাও শিখতে হবে’

  নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি ২০২০, ১৬:৪৩
স্কুল জীবন
হাটহাজারীর মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন (ছবি : সংগৃহীত)

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘একটা জাতি যদি শিক্ষিত না হয় তাহলে সে জাতি কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না। আর শিক্ষার্থীদের শুধু লেখাপড়া শিখলে হবে না, লেখাপড়ার সঙ্গে সঙ্গে নৈতিকতাও শিখতে হবে।’

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে হাটহাজারীর মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক মন্ত্রী বলেন, ‘এখন তোমাদের লেখাপড়ার সময়, স্কুল জীবনের পরিশ্রমই ঠিক করে দেবে তোমরা ভবিষ্যতে কে কোথায় গিয়ে দাঁড়াবে। যদি ছাত্র জীবনের দশটি বছর সঠিকভাবে কাজে লাগাতে পারো, তবেই নিজেকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলে সারাজীবন ভালো কাটাতে পারবে।’

আরও পড়ুন : ব্রিটিশদের শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে : পরিকল্পনামন্ত্রী

স্কুলের প্রধান শিক্ষক মো. সেলিম উদ্দীন রেজার সভাপতিত্বে ও শিক্ষক সৈয়দ মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- বিশেষ অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. শহিদুল হক, হাটহাজারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আরফিন মুক্তা, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ আলম ও প্রবীণ শিক্ষিকা নুর নাহার বেগম, হাটহাজারী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পৌর সহায়ক কমিটির সদস্য আলী আজম, হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. সোলাইমান চৌধুরী, শিক্ষিকা আলফাত আক্তার, প্রাক্তন শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম, বিদায়ী শিক্ষার্থী ফাতেমা তুজ জুহুরা রাজি ও ষষ্ঠ শ্রেণির নবীন শিক্ষার্থী কবির আহামদ।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড