• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্রিটিশদের শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে : পরিকল্পনামন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি ২০২০, ১৬:১৪
ব্রিটিশদের তৈরি শিক্ষাব্যবস্থা
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান (ছবি : সংগৃহীত)

ব্রিটিশদের তৈরি শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘সমন্বিত শিক্ষাব্যবস্থা চালু করে কেরানিগিরির শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।’

শুক্রবার (৩১ জানুয়ারি) সুনামগঞ্জ জুবিলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘সমন্বিত শিক্ষাব্যবস্থার জন্য মিলিটারি হুকুম বা শক্তি প্রদর্শন করা যাবে না। শিক্ষার্থী ও জনতার সমর্থনে শিক্ষায় সমন্বিত ব্যবস্থা চালু করা হবে। এ ব্যাপারে সরকার গভীর চিন্তা-ভাবনা করে কাজ করছে।’

মন্ত্রী বলেন, ‘আমাদের দেশের অনেক সরকারি চাকুরে আছেন যারা দায়িত্ব পালন করতে চান না। পোস্টিং একটু দূরে হলেই যেতে চান না, যা অত্যন্ত নিন্দনীয় কাজ। এই মানসিকতার পরিবর্তন হবে।’

আরও পড়ুন : কোনো ধর্মে নারীদের কর্মে নিষেধ নেই : নওফেল

সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, জেলা পুলিশ সুপার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড