• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘কারিগরিতে পড়ুয়ারা সহজেই কর্মসংস্থানের সুযোগ পায়’

  শিক্ষা ডেস্ক

২০ জানুয়ারি ২০২০, ১৬:৩২
কারিগরি শিক্ষা
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা। (ছবি : সংগৃহীত)

সাধারণ শিক্ষার পাশাপাশি সন্তানদের কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার তাগিদ দিয়েছেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশে প্রতিনিয়ত বেকারত্ব বাড়ছে। কারিগরিতে পড়ুয়ারা সহজেই কর্মসংস্থানের সুযোগ পায়।

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে বরিশালে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, বর্তমান সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রতি জোর দিয়েছেন। সাধারণ শিক্ষার পাশাপাশি একটি কারিগরি বিষয়ে প্রশিক্ষণ নিলে সহজেই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়।

তিনি আরও বলেন, উচ্চ শিক্ষার হার বৃদ্ধি পেলেও কারিগরি শিক্ষায় শিক্ষার্থীরা কম আসছে। অথচ কারিগরি শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশের বেকারত্ব দূর করা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ছানোয়ার হোসেন।

আরও পড়ুন : বেনাপোল সীমান্তে কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত সচিব (উন্নয়ন) অজিত কুমার ঘোষ, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মুরাদ হোসেন মোল্লা, পলিটেকনিক কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. রুহুল আমিন।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড