• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেনাপোল সীমান্তে কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  শিক্ষা ডেস্ক

২০ জানুয়ারি ২০২০, ১৬:০০
কুরআন প্রতিযোগিতা
কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। (ছবি : সংগৃহীত)

যশোরের বেনাপোল সীমান্তের বিভিন্ন হাফেজি মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

রবিবার (১৯ জানুয়ারি) বেনাপোল মাহবুবা হক এতিমখানা প্রাঙ্গণে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন শার্শা উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মো. খলিলুর রহমানের সভাপতিত্বে কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান, বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, মাহবুবা হক এতিমখানার ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও বেনাপোল বন্দর প্রেস ক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন।

কুরআন প্রতিযোগিতায় বিচারক মণ্ডলীতে ছিলেন- হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উপদেষ্টা ও আল জামিয়াতুল ইসলামিয়া বাহরুল উলুম কওমি মাদরাসার পরিচালক হযরত মাওলানা কামরুজ্জামান, জামিয়া আরাবীয়া বাগে জান্নাত কওমি মাদরাসার পরিচালক হযরত মাওলানা সাইদুল বাসার, বেনাপোল দারুল উলুম কওমি মাদরাসার পরিচালক হযরত মাওলানা মুফতি আবু হানিফসহ ৭ বিচারক।

আরও পড়ুন : মাদরাসা শিক্ষক এমপিও কমিটির সভা কাল

প্রতিযোগিতায় শার্শা উপজেলার ১৬টি হেফজখানার শিক্ষার্থীরা পাঁচ পারা, ১০ পারা, ২০ পারা ও ৩০ পারা হিসেবে ৪টি খণ্ডে প্রতিযোগিতা করে। পরে চার গ্রুপের মধ্যে ১০ জন করে ৪০ প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড