• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চালু হচ্ছে প্রতিবন্ধীদের বিশেষ কলেজ

  শিক্ষা ডেস্ক

০৮ জানুয়ারি ২০২০, ২০:১৪
শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয় (ছবি : সংগৃহীত)

রাজধানীর মিরপুরে জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্রে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ কলেজ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে সব ধরনের প্রতিবন্ধী শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে অর্থাৎ দ্বাদশ শ্রেণি পর্যন্ত লেখাপড়ার সুযোগ পাবে। কলেজটি চালুর অনুমোদনে সম্মতি জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, রাজধানীর মিরপুর-১৪ নম্বরে জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্রে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ কলেজ চালু করা হচ্ছে। কলেজে সব ধরনের প্রতিবন্ধী শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে অর্থাৎ দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান করানো হবে। কলেজটি চালুর বিষয়ে প্রশাসনিক অনুমোদনও দেওয়া হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে বিষয়টি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে জানানো হয়।

আরও পড়ুন : জনপ্রতি ৩ হাজার টাকায় পিইসির প্রশংসাপত্র!

সূত্র আরও জানায়, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ কলেজ চালুর প্রশাসনিক অনুমোদনে সম্মতি জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। সম্মতির বিষয়টি জানিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে গত ৭ জানুয়ারি চিঠি পাঠানো হয়েছে।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড