• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

খোলা মাঠে পরীক্ষা দিচ্ছে শতাধিক শিক্ষার্থী

  শিক্ষা ডেস্ক

১১ ডিসেম্বর ২০১৯, ১২:০৩
বার্ষিক পরীক্ষা
খোলা আকাশের নিচে বার্ষিক পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা (ছবি : সংগৃহীত)

প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী খোলা আকাশের নিচে বার্ষিক পরীক্ষা দিচ্ছে। মঠবাড়িয়া শহর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে সাপলেজা ইউনিয়নের ১৪৩ নম্বর পশ্চিম চড়কগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন চিত্র দেখা গেছে।

রোদ ও শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের দারুণ দুর্ভোগের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে। এছাড়া গাছের নিচে পরীক্ষা দেওয়ায় গাছ থেকে ফল পড়া আতঙ্ক তো রয়েছেই। পুরনো ভবন পরিত্যক্ত ঘোষণার পর দুই মাসের মধ্যেই মূল ভবন ধসে পড়ে। এরপর টিনের ঘর তৈরি করে ক্লাস শুরু হয়। কিন্তু সেটিও গত ১০ নভেম্বর ঘূর্ণিঝড় বুলবুলে বিধ্বস্ত হয়। বিকল্প কোনো ভবন না থাকায় খোলা আকাশের নিচে ক্লাস ও বার্ষিক পরীক্ষা নিতে বাধ্য হয় শিক্ষকরা।

আরও পড়ুন : শিক্ষিকাকে মারধর, ভিডিও ভাইরাল

শিক্ষার্থীরা জানায়, সকালে পরীক্ষা দিতে শীত ও দুপুরে রোদে অনেক সমস্যায় হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ১৯৯২ সালে নির্মিত ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। চলতি বছরের ২০ মে সাবেক উপজেলা নির্বাহী অফিসার জিএম সরফরাজ সরেজমিনে বিদ্যালয় পরিদর্শন করে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন। এরপর শ্রেণিকক্ষ মেরামতের অর্থ দিয়ে টিনের ঘর বানিয়ে ক্লাস চালিয়ে আসছিলাম। ঘূর্ণিঝড় বুলবুলে সেটিও ভেঙে যায়। বিকল্প কোনো ভবন না থাকায় খোলা আকাশের নিচেই ক্লাস ও পরীক্ষা নিতে বাধ্য হয়েছি।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড