• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

জন্মদিনে অবমুক্ত হলো ‘দ্য লিজেন্ড সৈয়দ আব্দুল হাদী’

  বিনোদন ডেস্ক

০২ জুলাই ২০১৯, ১২:২৩
ছবি
ছবি : কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী

বাংলা সঙ্গীতাঙ্গনের কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী। যার মোহনীয় কণ্ঠ উপহার দিয়েছে অসংখ্য জনপ্রিয় ও কালজয়ী গান। আজ তার জন্মদিন। তিনি ব্রাহ্মণবাড়িয়ায় ১ জুলাই জন্মগ্রহণ করেন। জন্মদিন উপলক্ষে গতকাল (৩০ জুন) রাতে বাংলা ঢোল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে তার ৩৪ মিনিটের জীবনীভিত্তিক প্রামাণ্যচিত্র ‘দ্য লিজেন্ড সৈয়দ আব্দুল হাদী’। যদিও এর আগে বাংলাফ্লিক্স, রবি স্ক্রিন, এয়ারটেল স্ক্রিন ও টেলিফ্লিক্স অ্যাপগুলোয় প্রামাণ্য চিত্রটি অবমুক্ত করা হয়।

এই প্রামাণ্য চিত্রটিতে উঠে এসেছে সৈয়দ আব্দুল হাদীর বেড়ে ওঠা, দীর্ঘ সঙ্গীত জীবনের নানা দিক, সঙ্গীত নিয়ে চিন্তা-দর্শন, দেশীয় গানের নানা অনুষঙ্গসহ অনেক অজানা তথ্য। প্রামাণ্য চিত্রটি নির্মাণ করেছেন সাদাত হোসেন।

‘দ্য লিজেন্ড সৈয়দ আব্দুল হাদী’ সম্পর্কে গণমাধ্যমকে সাদাত হোসেন বলেন, ‘এর আগে কয়েকটি অ্যাপে উঠেছে প্রামাণ্য চিত্রটি। কিন্তু অ্যাপের সঙ্গে সব দর্শক আর শ্রোতার যোগাযোগ কম। সে ক্ষেত্রে ইউটিউবের সঙ্গে সবার যোগাযোগ তুলনামূলকভাবে বেশি। ফলে, অনেকেই তা ইউটিউবে দেখতে পাবে।’

অন্যদিকে সৈয়দ আব্দুল হাদী অনুভূতি প্রকাশ করতে গিয়ে গণমাধ্যমকে বলেন, ‘নিজের কথা আর কী বলব। প্রথমে কাজটি করতে রাজি ছিলাম না। পরে তাঁদের অনুরোধে কাজটি করতে হয়েছে। দেখলাম, কাজটি ভালো হয়েছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড