• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রবাসী নাট্যকার খান শওকত রচিত নাটক সিলেটে ও খুলনায় মঞ্চস্থ 

  নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪৬
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে

বিপুল উৎসাহ এবং উৎসব মুখর পরিবেশে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক নাটক নিয়ে খুলনায় মঞ্চস্থ হলো নিউইয়র্ক প্রবাসী নাট্যকার খান শওকত রচিত ঐতিহাসিক নাটক- বঙ্গবন্ধু শেখ মুজিব। গত ২৮ আগস্ট নাট্যমোদীদের প্রিয় স্থান খুলনা জেলা শিল্পকলা একাডেমি-র অডিটোরিয়ামে উপস্থিত দর্শকদের টানটান উত্তেজনার মাঝে নেপথ্যে বজ্রকণ্ঠে বেজে উঠলো বঙ্গবন্ধুর ভাষণ, সাত কোটি বাঙালীদের দাবায়ে রাখতে পারবা না। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। পর্দা সরলো। পিন পতন নীরবতায় নাটক শুরু হলো।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক মো: ইউছুপ আলী এবং খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য। নির্দেশনায়- অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল (চেয়ারম্যান আইচগাতি ইউনিয়ন পরিষদ), সহযোগিতায়- সেখ সিরাজুল ইসলাম এবং মোকলেসুর রহমান বাবলু। পরিবেশনায়ঃ খুলনা নাট্য নিকেতন। নাটকে বিভিন্ন চরিত্র অভিনয় করছেন: বঙ্গবন্ধুঃ আশরাফুজ্জাান বাবুল, রফিকঃ মো: আবিদুল্লাহ, মান্নানঃ শেখ সিরাজুল ইসলাম, রেজ্জাকঃ সিরাজুল হক হিরা, নজরুলঃ অনিরুদ্ধ কুমার বাহাদুর, তাজউদ্দিনঃ আতিয়ার মোল্লা, মোস্তাকঃ মল্লিক মোশারফ হোসেন লিটন, জিয়াঃ অৃমর রায়, ফারুকঃ সুদিপন মোাহান্মদ, মেজর ডালিমঃ মো: জসীম উদ্দীন, কামালঃ আসাদুজ্জামান মিথুন, মেজর নুরঃ সাব্বির আহন্মেদ, মেজর মহিউদ্দিনঃ মো: মুসা, মুসলে উদ্দীনঃ অজিত মন্ডল, মেজর হুদাঃ আবুল হোসেন, মেজর আজিজ পাশাঃ সাজিব মল্লিক, ফাতেমাঃ সুলতানা রাজিয়া শিল্পী, ফজিলুতুন্নেছাঃ বিলকিস আারা পাখী, আবুলঃ শংকর কুমার সাহা, সাউন্ড অপারেটরঃ মো: হাদীউজ্জামান, লাইট অপারেটরঃ এস. এম. রাজু আহমেদ।

একইদিন ২৮ আগস্ট দেশ থিয়েটার সিলেটে-র যুগপূর্তি উপলক্ষে পথ-নাটক উৎসব-২০২৩ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল- ঐতিহাসিক নাটক- শহীদ রাসেল। রচনা: নাট্যকার খান শওকত। নির্দেশনা: শাহজাহান শোভন। পরিবেশনা : দৌড় শিশু নাট্যদল,ঢাকা। সিলেট কেদ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এটি মঞ্চায়ন হয়। ঐতিহাসিক নাটক: আমার বাড়ির টুঙ্গিপাড়া এর নির্দেশনা দেন মোঃ কামাল। রচয়িতা খান শওকত। পরিবেশনায় দেশ থিয়েটার, সিলেট। নাটক: রঙের বাজার, রচনা: ধ্রুব জ্যোতি, নির্দেশনা: তন্ময় নাথ তনু। পরিবেশনা : নবশিখা নাট্যদল, সিলেট। সংগঠনের নাম: মুক্তাক্ষর সিলেট। আবৃতি নির্দেশনায়- বিমল কর। সঙ্গীত ও নৃত্যঃ: অনির্বাণ শিল্পী সংগঠন, সিলেট। নির্দেশনা- নৃপেন্দ্র দাস। দলীয় নৃত্য: সংগঠনের নাম: গীতাঞ্জলি। নির্দেশনা- রবিন।

লেখকের অনুভুতি প্রকাশ করতে যেয়ে নাট্যকার খান শওকত বলেন, দূর প্রবাসে বসে বাংলাদেশে ও ভারতে এ ধরনের আয়োজন অত্যন্ত কঠিন কাজ। বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থেকে এমন কাজে উৎসাহ পাই। আমি প্রথমেই দুই বাংলার নাট্যকর্মীদেরকে জানাই অশেষ কৃতজ্ঞতা। তিনি আরও বলেন, আমি সবার কাছে আমি ঋনী হয়ে রইলাম। আশা করি সবার ভালোবাসায় ২০২৪ সালে অনুষ্ঠিতব্য ভারতে এবং বাংলাদেশে বঙ্গবন্ধু নাট্য উৎসব সফল হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড