• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

গুডল ডুডলে প্রয়াত সংগীত শিল্পী ‘লাকী আখন্দ’

  বিনোদন ডেস্ক

০৭ জুন ২০১৯, ০৯:৪৯
লাকী আখন্দ
গুগলের করা ডুডল

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের হোম পেজে গেলেই দেখা যাচ্ছে এক ব্যক্তির ছবি যিনি গিটার বাজাচ্ছেন। তার মাথায় থাকা টুপি দেখেই আপনি চিনে যাবেন তাকে। তিনি হলেন সংগীত শিল্পী লাকী আখন্দ। তবে সত্যিকারের ছবি নয়, বরং জন্মদিন উপলক্ষে প্রয়াত সংগীত শিল্পী লাকী আখন্দের অ্যানিমেটেডে রূপ দেখা যাচ্ছে সার্চ বারের ওপর।

প্রখ্যাত এ শিল্পীর ৬৩তম জন্মদিন উপলক্ষে শুক্রবার এই ডুডল প্রকাশ করেছে গুগল। লাকী আখন্দ ১৯৫৬ সালের ৭ জুন ঢাকার পাতলা খান লেনে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক হিসেবে পরিচিত।

ব্যান্ড দল ‘হ্যাপী টাচ’ এর সদস্য ছিলেন তিনি। তার সংগীতায়োজনে বিখ্যাত গানের মধ্যে রয়েছে ‘এই নীল মনিহার’, ‘আবার এলো যে সন্ধ্যা’ ও ‘আমায় ডেকো না’। এখনো মানুষ মেতে ওঠে এসব গানের সুরে।

দীর্ঘদিন ফুসফুসের ক্যান্সারে ভুগে ২০১৭ সালের ২১ এপ্রিল ৬০ বছর বয়সে ইন্তেকাল করেন লাকী আখন্দ। তবে গানের মাঝে আজও বেঁচে আছেন তিনি ভক্তদের মনে।

উল্লেখ্য, বিভিন্ন বিখ্যাত ব্যক্তিবর্গ কিংবা ঐতিহাসিক দিনকে স্মরণ করে গুগল তাদের হোমপেজের লোগো বদলে বিশেষ দিনের জন্য বিশেষ যে লোগো তৈরি করে থাকে, তাকে ‘গুগল ডুডল’ বলে।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড