• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কিংবদন্তি শিল্পী সুবীর নন্দীর শেষকৃত্য সম্পন্ন

  অধিকার ডেস্ক

০৮ মে ২০১৯, ২০:৩৬
সুবীর নন্দী
প্রয়াত বাংলা গানের কিংবদন্তি শিল্পী সুবীর নন্দী। (ছবি : সংগৃহীত)

রাজধানীর সবুজবাগে শ্রী-শ্রী বরদেশ্বরী মহাশ্মশানে শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে চির বিদায় নিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সুবীর নন্দী।

বুধবার (৮ মে) বিকাল ৫টায় শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৭টায় শেষকৃত্যের আনুষ্ঠানিকতা।

শেষকৃত্যের আনুষ্ঠানিকতার সময় সুবীর নন্দীর পরিবারের সদস্য, আত্মীয় ও বন্ধু-স্বজনরা মন্দিরে উপস্থিত ছিলেন। দূর দূরান্ত থেকে এসেছেন অনেক ভক্তরাও।

গত মঙ্গলবার (৭ মে) ভোর ৪টা ৩০ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সুবীর নন্দী। সেখান থেকে বুধবার (৮ মে) সকালে রিজেন্ট এয়ারওয়েজে তার মৃতদেহ দেশে আনা হয়।

এরপর নিয়ে যাওয়া হয় রাজধানীর গ্রিন রোডে অবস্থিত বাংলা গানের কিংবদন্তি শিল্পীর বাসায়। সেখানে আনুষ্ঠানিকতা সেরে বেলা ১১টায় তার মৃতদেহ শহীদ মিনারে নেওয়া হলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শিল্পীকে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ।

পরে এফডিসিতে শ্রদ্ধা শেষে চ্যানেল আই প্রাঙ্গণ ঘুরে রামকৃষ্ণ মিশনে নিয়ে যাওয়া হয় জনপ্রিয় কণ্ঠশিল্পীকে। সেখান থেকে সবুজবাগ শ্রী-শ্রী বরদেশ্বরী মহাশ্মশানে মরদেহ নেওয়া হলে সেখানে বিকাল ৫টায় শুরু হয় একুশে পদকপ্রাপ্ত শিল্পী সুবীর নন্দীর শেষকৃত্যানুষ্ঠান।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড