• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

'বঙ্গবন্ধু'কে নিয়ে চলচ্চিত্র নির্মাণে ঢাকায় ভারতীয় পরিচালক 

  অধিকার ডেস্ক    ০২ এপ্রিল ২০১৯, ১৩:৪৫

ঢাকায় পৌঁছেছেন শ্যাম বেনেগাল
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বামে, ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল ডানে (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে চলচ্চিত্র নির্মাণে ঢাকায় পৌঁছেছেন ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল।

ছবিটির নির্মাণ প্রস্তুতির অংশ হিসেবেই সোমবার (১ এপ্রিল) রাতে ঢাকায় এসেছেন তিনি। সফরকালে শ্যাম বেনেগাল বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন বলিউডের এই পরিচালক।

এই চলচ্চিত্রে মূল পরিচালক হিসেবে শ্যাম বেনেগাল দায়িত্ব পালন করলেও তার সঙ্গে সহযোগী পরিচালক হিসেবে বাংলাদেশ থেকে একজন পরিচালক থাকার কথা আছে।

ছবিটি নির্মাণের জন্য বাংলাদেশ ও ভারত থেকে ১৯ সদস্যবিশিষ্ট একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বাংলাদেশের পক্ষে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আজহারুল হক সমন্বয়ের দায়িত্বে রয়েছেন।

ওডি/এআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড