• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাড়া ফেলেছে পথশিশুদের নিয়ে এমএ রশিদের গান

  বিনোদন ডেস্ক

২৭ নভেম্বর ২০২১, ১৮:৩২
পথশিশুদের নিয়ে এমএ রশিদের গান
সাড়া ফেলেছে পথশিশুদের নিয়ে এমএ রশিদের গান। ছবি : সংগৃহীত

শিশুর জীবন হোক স্বপ্নময়, ওরা বড় অসহায়- ধুলোর মাঝে কাটছে জীবন; ধুলোয় জীবন পার। চায়ের দোকান নয়, নয় কোনো পথের ধার; হাতে নয় হাতুড়ি, নয় পিঠে ময়লার জার...।

সুন্দর সুন্দর এই গানের কথা যেন সবার হৃদয়ে সাড়া ফেলেছে। গানটির মাধ্যমে একটি শিশুর বাসস্থান, নিরাপত্তা, খাদ্য, স্বাস্থ্য ও শিক্ষার আহ্বান করা হয়েছে। ফলে সুবিধাবঞ্চিত শিশুদের সচেতনতা বৃদ্ধিতে সামাজিক দায়িত্ববোধ ও তাদের প্রতি ভালোবাসার আহ্বান জানানো হয়েছে।

চাইলেই সম্ভব এই পথশিশুদের ভালো থাকার ব্যবস্থা করা। তার জন্য প্রয়োজন শুধু একটু সদিচ্ছা।

এমএ রশিদ দুরন্ত টিভিতে ভিডিয়ো সম্পাদক হিসেবে কর্মরত আছেন। পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি লেখালেখিও করেন। সম্প্রতি ভিডিয়ো সম্পাদনা নিয়ে অনেক আর্টিক্যাল লিখেও সাড়া ফেলেছেন বেকার যুবকদের মাঝে। আগেও তিনি সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে লেখালেখি করতেন। এবার তারই ধারাবাহিকতায় সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে গান লিখে বেশ সাড়া জাগিয়েছেন।

জনপ্রিয় এই গানের গীতিকার ও সুরকার এমএ রশিদ এবং মিউজিকে ছিলেন সাজ্জাদ কবির। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শেঁউতি শাহগুফতা নম্রতা ও সাজ্জাদ কবির। বর্তমানে গানটি অডিয়ো রিলিজ হয়েছে। তবে কিছুদিনের মধ্যে শুটিংও শুরু হবে বলে জানা গেছে।

ওডি/নিলয়

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড