• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কলকাতায় দর্শকনন্দিত ‘জল-জীবন’

  নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর ২০১৯, ১৭:৪৮
জল-জীবন
নাটক ‘জল-জীবন’ (ছবি : সংগৃহীত)

কলকাতার দ্বিতীয় আন্তর্জাতিক শিশু নাট্য উৎসবে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে নাটক ‘জল-জীবন’।

এ উৎসবে বাংলাদেশের অন্যতম শিশু-কিশোর নাট্যদল কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বিশ্বের ১৩টি দেশের সঙ্গে অংশগ্রহণ করে। রাহুল রাজের রচনা ও নির্দেশনায় ‘জল-জীবন’ নাটকে সাগরপাড়ের জেলে জীবন বাস্তবভাবে ফুটে উঠেছে।

গত ১০ থেকে ১৩ ডিসেম্বর কলকাতার সল্টলেকে হয়ে গেল বৃহৎ এ নাট্য উৎসব। ১২ ডিসেম্বর প্রদর্শিত ‘জল-জীবন’ প্রসঙ্গে কলকাতার আনন্দ বাজার পত্রিকার সাংবাদিক সৌম্যেন দত্ত জানান, ‘কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর সদস্যদের অভিনয় গুণ দেখে আমি মুগ্ধ হয়েছি। মনে হচ্ছিল বাস্তবভাবে আমার চোখের সামনে সমুদ্র পাড়ের মানুষের জীবনের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। আমি মনে করি, বিশ্বের অন্য দেশের সঙ্গে বাংলাদেশ থেকে আসা কাব্য বিলাস নাট্য গোষ্ঠী কোলকাতার দর্শকদের মুগ্ধ করেছে। সেই সাথে বিশ্ববাসিকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের শিশু নাটক কতদূর এগিয়ে গেছে।’

কাব্য বিলাস নাট্য গোষ্ঠীকে উৎসাহ দিতে ড. মো. রফিকুল ইসলাম লিটন (সিআইপি) উপস্থিত থেকে নাটক উপভোগ করেন।

জল-জীবন নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে, নাঈম, শশী, পারিষা, জেনিষা, মনিকা, মাহিন, আশরাফ, অন্তর, রাজ এবং রিজন।

উল্লেখ্য ‘প্রতিভার প্রতীক্ষায় নতুনের জয়গান’ এই স্লোগানে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বিগত ১৪ বছর যাবত নিয়মিত অপসংস্কৃতি রোধে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে সমাজ সচেতন ও ভিন্ন ধারা নাটক মঞ্চায়ন করে যাচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড