• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

থেমে গেল পৃথ্বী রাজের সুর

  বিনোদন ডেস্ক

১৫ ডিসেম্বর ২০১৯, ১০:৪৭
পৃথ্বী রাজ
সংগীত পরিচালক পৃথ্বী রাজ; (ছবি- ইন্টারনেট)

তরুণ শিল্পী, সুরকার, সংগীত পরিচালক পৃথ্বী রাজ আর নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন তার ভাই ঋতু রাজ। তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জানান, ধানমন্ডিতে নিজের স্টুডিওতে পৃথ্বী রাজের নিথর দেহ পড়ে থাকতে দেখেন তারা।

এরপর তাকে দ্রুত রাজধানীর সিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে রবিবার ভোর সাড়ে ৪টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পৃথ্বী রাজের ঘনিষ্ঠ কয়েকজন গণমাধ্যমকে জানান, শনিবার রাত ১০টার দিকে ধানমন্ডিতে নিজের স্টুডিওতে যান পৃথ্বী। রাত সাড়ে ১২টা পর্যন্ত কক্ষের দরজা খোলেননি তিনি। কক্ষের ভেতর থেকে তার কোনো ধরনের সাড়া না পাওয়ায় আতঙ্কিত হয়ে পরিবারকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে স্বজনরা দ্রুত স্টুডিওতে হাজির হন। অনেকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় দরজা ভাঙেন তারা। ভেতরে পাওয়া যায় পৃথ্বী রাজের নিথর দেহ।

তরুণ এই শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীতাঙ্গন থেকে শুরু করে পরিচিত মহলে। নানা গুণে গুণান্বিত একজন উদীয়মান শিল্পী ছিলেন পৃথ্বী রাজ। সংগীতের পাশাপাশি কাজ করতেন এবিসি রেডিওতে।

সম্প্রতি বেশ জনপ্রিয় 'আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না' গানের পরিচালক ছিলেন এই শিল্পী।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড