• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘বাংলাদেশ পরের দুই ম্যাচও জেতার সামর্থ্য রাখে’

  ক্রীড়া ডেস্ক

০৫ অক্টোবর ২০২১, ১৯:১৮
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। (ছবি: সংগৃহীত)

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন সাফেরও সভাপতি। ৩০ সেপ্টেম্বর টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে মালদ্বীপে এসেছিলেন। বাংলাদেশের দুই ম্যাচ দেখে ৫ অক্টোবর রাতে ফেরার কথা ছিল। বাংলাদেশ ভারতের সঙ্গে ভালো খেলায় এখন মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দেখে দেশে ফিরতে চান।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে বাফুফে সভাপতি মালদ্বীপে তার হোটেলে সাংবাদিকদের মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন। তার আমন্ত্রিত মধ্যাহ্নভোজে উপস্থিত ছিলেন মালেস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ও অন্যান্য কর্মকর্তারাও।

বাংলাদেশ দল সাফে দুই ম্যাচে চার পয়েন্ট পেয়েছে। বাংলাদেশ দলের খেলায় সন্তুষ্ট বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও। তিনি বলেন, ‘বাংলাদেশ দল দুটি ম্যাচ ভালোই খেলেছে। আগামী দুটি ম্যাচে ভালো খেলতে হবে।’

পরের দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মালদ্বীপ ও নেপাল। বাফুফে সভাপতি পরের দুই ম্যাচে জয়ের আশাবাদ ব্যাক্ত করে বলেন, ‘ভারতের সাথে বাংলাদেশ ১০ জন নিয়েও দুর্দান্ত খেলেছে। বাংলাদেশের আরও ভালো খেলার সামর্থ্য আছে। বাংলাদেশ দুই ম্যাচেই জেতার সামর্থ্য রাখে।’

দুই সপ্তাহ আগে কোচ জেমি ডে'র পরিবর্তে অস্কার ব্রুজনের হাতে বাংলাদেশের দায়িত্ব তুলে দেয় ফেডারেশন। অস্কারের অধীনে দেখা যাচ্ছে অন্য বাংলাদেশকে। অস্কার সম্পর্কে সালাউদ্দিন বলেন, ‘কোচ পরিবর্তন করা হয়েছে ফুটবলের স্বার্থে। আমার হাতে আর বিকল্প ছিল না অস্কার ছাড়া। সে ভালোই করেছে।’

আরও পড়ুন : ষড়যন্ত্র করে ওয়ার্নারকে বাদ দেওয়া হয়েছে!

১৭ অক্টোবর সাফের কংগ্রেস। সেই কংগ্রেসে সভাপতিত্ব করবেন সাফ সভাপতি কাজী সালাউদ্দিন। এ সময় তিনি কংগ্রেস সম্পর্কে বলেন, ‘অডিট রিপোর্টসহ নানা বিষয় আলোচনা হবে। ডিসেম্বরের দিকে জুনিয়র টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা আছে।’

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড