• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

এমন প্রত্যাবর্তনেও দলে যায়গা নেই রোনালদোর!

  ক্রীড়া ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৮
ক্রিশ্চিয়ানো রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো। (ছবি: সংগৃহীত)

ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেই করলেন জোড়া গোল। সামনে থেকে জেতালেন দলকে। এমন প্রত্যাবর্তনের স্বপ্ন কেবল দেখেই যেতে পারে অনেকে কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো সেটা করে দেখিয়েছেন। তবুও আজ তার চ্যাম্পিয়ন্স লিগে ‘প্রত্যাবর্তন’ ঘটার সম্ভাবনা ক্ষীণ।

সেজন্য ‘দায়ী’ দলের প্রয়োজন। বিষয়টা ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ওলে গুনার সোলশায়ারই বলে দিলেন। বয়স ৩৬ হয়ে গেলেও রোনালদো এখনো অন্যতম বিশ্বসেরা। কিন্তু দিনশেষে তিনিও তো মানুষ, জরা তো তাকেও গ্রাস করে। সে ভাবনা, আর দলের প্রয়োজনের কথা মাথায় রেখেই তাকে বিশ্রাম দিতে পারেন ইউনাইটেড কোচ।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বললেন, ‘ওকে বিশ্রাম দেওয়া হতে পারে। বিষয়টা মোটেও অসম্ভব নয়। ৩৬ বছর বয়স ওর, আর মেসন গ্রিনউডের বয়স ১৯; দু’জনকেই বুঝে শুনে ব্যবহার করতে হবে আমাকে।’

শুধু গ্রিনউড কেন, আক্রমণভাগে বিকল্পের কি কমতি আছে ইউনাইটেডের? মার্কাস র‍্যাশফোর্ড আছেন, গেল মৌসুমে এডিনসন কাভানির আগুনে ফর্মটাও নিশ্চয়ই ভুলে যাননি তিনি, এরপর চলতি মৌসুমে দলে যোগ দিয়েছেন জেডন স্যাঞ্চো; সব মিলিয়ে ইউনাইটেড কোচের হাতে আছে একগাদা ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন্স লিগের মতো মঞ্চে রোনালদোকে বসিয়ে দেওয়ার বিলাসিতাটা তো তাকেই মানায়!

আরও পড়ুন : মৌসুমের শুরুতেই মাঠের বাইরে বেল

রোনালদো এখনো যেন ২৪ বছর বয়সী যুবকের মতোই টগবগে। এর কারণ যে নিজের শরীরের যত্ন নেওয়া, তা বলাই বাহুল্য। তবু দলের প্রয়োজনে বেঞ্চে বসতে হতে পারে তাকে, জানালেন সোলশায়ার। বললেন, ‘রোনালদো নিজের বেশ যত্ন নেয়। ম্যাচের ক্লান্তিটাও সেরে উঠবে সহসাই। তবে তাকে তো বটেই, দলের বাকি খেলোয়াড়দের চনমনে রাখা প্রয়োজন আমাদের।’

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড