• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

এমন কাণ্ডে অবাক ব্রাজিল ফুটবল কনফেডারেশন!

  ক্রীড়া ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:০২
নেইমার-মেসি
ব্রাজিলিয়ান হেলথ রেগুলেটরি এজেন্সির সঙ্গে কথা বলছেন নেইমার-মেসি। (ছবি: সংগৃহীত)

আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ শুরুর পর স্থগিত হয়েছে। ঘটনাটি এখন সবারই জানা। একই সঙ্গে অনেকে এমন কাণ্ডে বিস্মিতও। আর্জেন্টিনার চার ফুটবলার মানেননি কোয়ারেন্টাইনের নিয়ম। এমন অভিযোগে ব্রাজিলিয়ান হেলথ রেগুলেটরি এজেন্সি মাঠে ঢুকে পড়ে।

কয়েক দফা আলোচনার পর ঘোষণা আসে ম্যাচ স্থগিত হয়ে যাওয়ার। এমন ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও। তাদের বিবৃতিতে বলা হয়েছে, তাদের মতো বিস্মিত কনফেডারেশন অব ব্রাজিল ফুটবলও।

বিবৃতিতে এএফএ লিখেছে, ‘সাও পাওলোতে ব্রাজিল-আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি স্থগিত হয়ে যাওয়ায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তাদের গভীর অস্বস্তির কথা জানাচ্ছে। কনফেডারেশন অফ ব্রাজিল ফুটবলের মতো আনভিসার এমন কাণ্ডে আমরাও বিস্মিত।’

আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি বারবার দাবি করে আসছেন, তাদেরকে একবারও জানানো হয়নি ওই চার ফুটবলারের ব্যাপারে। যাদের তিনজনকে একাদশে রেখেছিলেন তিনি। তিন দিন ধরে ব্রাজিলে থাকলেও কেন ম্যাচ শুরুর পর বাধা আসলো এ নিয়ে ক্ষুব্ধ লিওনেল মেসি।

আরও পড়ুন : হঠাৎ সরে দাড়ালেন মিসবাহ-ওয়াকার

তাদের সুরে এএফএ লিখেছে, ‘এটা মনে রাখা দরকার আমাদের দল ৩ সেপ্টেম্বর সকাল আটটা থেকেই ব্রাজিলে অবস্থান করছে। কনমেবলের দেওয়া সব স্বাস্থ্য প্রটোকলের নিয়ম আমাদের ফুটবলাররা মেনে চলেছে। নিয়ম মেনে আমরা ম্যাচ রেফারি ও কনমেবলের আনুষ্ঠানিক বক্তব্য নিয়ে ফিফার কাছে যাবো’

তারা আরও লিখেছে, ‘ফুটবলে এ ধরনের ঘটনা কাম্য নয়, যা এমন গুরুত্বপূর্ণ ম্যাচে স্পোর্টসম্যানশিপকে প্রশ্নবিদ্ধ করে।’

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড