• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

লা লিগায় রিয়ালের লজ্জার হার

  ক্রীড়া ডেস্ক

২৯ নভেম্বর ২০২০, ১১:১৮
রিয়াল মাদ্রিদ-আলাভেস ম্যাচ
রিয়াল মাদ্রিদ-আলাভেস ম্যাচ। (ছবি : সংগৃহীত)

লা লিগায় আলাভেসের কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়নদের দুর্বলতার সুযোগ নিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে আলাভেস।

শনিবার (২৮ নভেম্বর) রাতে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে রিয়াল। ম্যাচের পঞ্চম মিনিটে আলাভেসের ভিক্তর লাগুয়ারদিয়ার হেডে বল ডি-বক্সে ডিফেন্ডার নাচো ফের্নান্দেসের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করে আলাভেসকে এগিয়ে দেন পেরেস।

এগিয়ে থেকেই বিরতিতে যায় আলাভেস। দ্বিতীয়ার্ধেও দুর্দান্ত শুরু করে স্বাগতিকরা। ম্যাচের ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হোসেলু।

ম্যাচের ৮৬ মিনিটে রিয়ালের পক্ষে কাসেমিরো গোল করলেও ২-১ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়ে জিদানের শিষ্যরা।

১০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে রিয়াল। আলাভেসের ১১ ম্যাচে পয়েন্ট ১৩। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল সোসিয়েদাদ। আট ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে নেমে গেছে বার্সেলোনা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড