• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

জিরুদের শেষ মুহূর্তের গোলে চেলসি জয়

  ক্রীড়া ডেস্ক

২৫ নভেম্বর ২০২০, ১০:২১
চেলসি
জয় নিয়ে মাঠ ছাড়েছে চেলসি। (ছবি : সংগৃহীত)

চ্যাম্পিয়ন্স লিগের ‘ই’ গ্রুপের ম্যাচে রেনের বিপক্ষে ২-১ গোলে জিতেছে চেলসি। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে অলিভার জিরুদের করা শেষ মুহূর্তের গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। এ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠেছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা।

ম্যাচে প্রথম গোলের দেখা পেয়েছিল চেলসিই। ২২তম মিনিটে দারুণ এক গোল করে দলকে এগিয়ে নেন হাডসন-ওডোই। নিজেদের অর্ধ থেকে ম্যাসন মাউন্টের উঁচু করে বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

৩২তম মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় রেন। ডি-বক্সে একজনের শট চেলসির ডিফেন্ডার কুর্ত জুমার পায়ে ব্লকড হওয়ার পর উড়িয়ে মারেন ফরাসি মিডফিল্ডার সিলিকি।

দ্বিতীয়ার্ধেরও চেলসি আধিপত্য ধরে রাখে। তবে নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে রেনকে সমতায় ফেরান গিহাসি। কর্নার থেকে হেডে বল জালে পাঠান তিনি।

অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে জয়সূচক গোলটি করেন চেলসির ফরাসি তারকা অলিভার জিরুদ। ভেরনারের শট গোলরক্ষক ফেরানোর পর হেডে জাল খুঁজে নেন দ্বিতীয়ার্ধে ট্যামি আব্রাহামের বদলি নামা এই ফরোয়ার্ড।

আরও পড়ুন : আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হলেন গ্রেগ বারক্লে

ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। এ জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে আছে চেলসি। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুইয়ে সেভিয়া। রেন ও ক্রাসনোদারের ১ পয়েন্ট করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড