• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

উরুগুয়ে দলকে জেঁকে ধরেছে করোনা, আক্রান্ত ১৬

  ক্রীড়া ডেস্ক

২২ নভেম্বর ২০২০, ১৩:৩৩
উরুগুয়ে ফুটবল দল
উরুগুয়ে ফুটবল দল। (ছবি : সংগৃহীত)

করোনা যেন জেঁকে ধরেছে উরুগুয়ে ফুটবল দলকে। শিবিরে একের পর এক করোনার হানা পড়ছে। সর্বশেষ সংযোজন দলটির অধিনায়ক ডিয়েগো গডিন। ১৬তম সদস্য হিসেবে শুক্রবার কোভিড-১৯ পজিটিভ হয়েছেন তিনি।

আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে এসে উরুগুয়ে জাতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা করোনায় আক্রান্ত হয়েছেন।

২০২২ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের দুটি ম্যাচ খেলতে গিয়ে যথাযথ স্বাস্ব্য প্রোটোকল না মানায় উরুগুয়ে ফুটবল ফেডারেশনকে ১৫ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত সপ্তাহে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ জেতার পর প্রথম দুঃসংবাদ পায় উরুগুয়ে। দলের প্রথম খেলোয়াড় হিসেবে করোনা পজিটিভ হন মাতিয়াস ভিনা।

এরপর করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ফলে মঙ্গলবার ব্রাজিলের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি তিনি। যে ম্যাচে হেরেছে উরুগুয়ে।

আরও পড়ুন : চার মিনিটের জাদু দেখালো রোনালদো

এদিকে উরুগুয়ের স্বাস্থ্যমন্ত্রী ড্যানিয়েল সালিনাস শনিবার টুইটারে একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে নয়জন খেলোয়াড় একটি বারবিকিউ পার্টিতে একত্রিত হয়েছে। তাদের মধ্যে পাঁচজনই করোনা পজিটিভ হয়েছেন। সবমিলিয়ে আক্রান্ত ১৬ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড