• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আমরা সুযোগ তৈরি করতে পারিনি : স্টুয়ার্ট

  ক্রীড়া ডেস্ক

১৮ নভেম্বর ২০২০, ১০:২৩
স্টুয়ার্ট ওয়াটকিস
স্টুয়ার্ট ওয়াটকিস। (ছবি : সংগৃহীত)

নেপালের বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ। গোলশূন্য ড্র করেছে জামাল ভূঁইয়ার দল। প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচে ভালো খেলতে পারেনি বাংলাদেশ। গোলের সুযোগ তৈরি করতে পারেনি তারা।

এই ম্যাচে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করা সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসও সেটাই মনে করেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ম্যাচ শেষে সাংবাদিকদের এ কথা জানান ওয়াটকিস।

তিনি মনে করেন, ম্যাচটা তাদের জন্য সহজ ছিল না। গোলের কিছু সুযোগ পেলেও সেটা কাজে লাগাতে পারেনি দল। করোনা আক্রান্ত হওয়ায় এই ম্যাচে ডাগআউটে ছিলেন না হেড কোচ জেমি ডে।

আরও পড়ুন : টানা তিন ফ্রেন্ডলি সিরিজ জিতল বাংলাদেশ

ওয়াটকিস বলেন, ভালো একটা দলের বিপক্ষে কঠিন ম্যাচ ছিল। নেপাল খুব ভালো খেলেছে। তবে আমরাও অনেকটা সময় ভালো খেলেছি। পাসিং ভালো ছিল। কিছু ভালো মুহূর্ত ছিল আমাদেরও। তবে যতটা দরকার ছিল, ততটা সুযোগ তৈরি করতে পারিনি। একটা জমজমাট ম্যাচ ছিল। ড্র যথার্থ ফল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড