• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পুলিশ এফসির দায়িত্বে শ্রীলঙ্কার পাকির আলী

  ক্রীড়া ডেস্ক

২৭ অক্টোবর ২০২০, ০৯:৪৭
পাকির আলী
শ্রীলঙ্কার সাবেক এই ডিফেন্ডার পাকির আলী (ছবি : সংগৃহীত)

করোনাভাইরাসের কারণে শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি ফ্লাইট নেই। তাই পাকির আলীকে দুবাই হয়ে রবিবার রাতে ঢাকায় আসতে হয়েছে। এবার অবশ্য অন্য মিশন নিয়ে এসেছেন শ্রীলঙ্কার সাবেক এই ডিফেন্ডার। আসন্ন প্রিমিয়ার লিগে পুলিশ এফসি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

পাকির আলীর কাছে বাংলাদেশ অনেকটা ‘দ্বিতীয় বাড়ির’ মতো। এখানে ক্লাব ফুটবল খেলেছেন লম্বা সময়। অন্যতম জনপ্রিয় ক্লাব আবাহনীর হয়ে প্রায় এক যুগ মাঠ মাতিয়েছেন। খেলোয়াড়ি জীবন শেষে পিডাব্লিউডি, আবাহনী, মোহামেডান ও শেখ জামালে কোচিং করিয়েছেন। সবশেষ ঢাকার সাফ ফুটবলে শ্রীলঙ্কা দলের কোচ হয়ে ডাগ আউটে দাঁড়িয়েছিলেন সাবেক এই তারকা ডিফেন্ডার।

এবার এসেছেন পুলিশ এফসির দায়িত্ব নিয়ে। অবশ্য নতুন মিশনের পরিকল্পনা নিয়ে পাকির এখনই বিস্তারিত কিছু বলতে চাননি। শুধু বলেছেন, ‘বাংলাদেশে আসাটা আমার জন্য সবসময় সুখকর। এটাই আমার দ্বিতীয় বাড়ি। এখানে আমি খেলেছি। কোচিং করিয়েছি। আবারও এসেছি ফুটবল নিয়ে কাজ করতেই। পুলিশ এফসির হয়ে কোচিং করাবো। কিন্তু এখনও এ নিয়ে বিস্তারিত বলতে পারছি না। আগে দেখি দলটা কেমন হয়।’

পুলিশ এফসি এবার তারুণ্যনির্ভর দল গড়তে যাচ্ছে। বিদেশি খেলোয়াড়দের মধ্যেও পরিবর্তন আসছে। ক্লাবটির সভাপতি শেখ মুহাম্মদ মারুফ হাসান নিজেদের স্বপ্নের কথা শোনালেন এভাবে, ‘আমরা ভালো ফল করার জন্য এবার পাকির আলীকে নিয়ে এসেছি। তার তো এখানকার সবকিছুই জানা। অভিজ্ঞতাও কম নয়। তার হাত ধরে পুলিশ দল লিগে ভালো ফল করবে বলে প্রত্যাশা রাখছি।’

তিনি সঙ্গে যোগ করেছেন, ‘তারুণ্যনির্ভর দলটি আমরা পাকিরের হাতে দিতে চাই। তিনিই দল গোছানো থেকে সবকিছু দেখবেন। এজন্যই তাকে আগেই নিয়ে এসেছি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড