• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

শোয়েবের খোঁচার জবাবে হরভজনের অভিনন্দন

  ক্রীড়া ডেস্ক

২৫ অক্টোবর ২০২১, ১৮:৫৪
শোয়েব আখতার ও হরভজন সিংহ
শোয়েব আখতার ও হরভজন সিংহ। (ছবি: সংগৃহীত)

শেষ হইয়াও হইলো না শেষ’- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাটি যেন ভারত-পাকিস্তান ম্যাচের প্রতিচ্ছবি হয়ে দেখা দিচ্ছে। ম্যাচ শেষ হওয়ার পরও যার রেশ থেকে যায় দীর্ঘ সময়।

রবিবার (২৪ অক্টোবর) ভারত-পাকিস্তান ম্যাচের পর থেকেই দুই পক্ষের কথা-বার্তায় সামাজিক যোগাযোগমাধ্যম উত্তাল হয়ে উঠেছে।

দুবাইয়ে ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ঐতিহাসিক জয়ের পর ফেসবুকে হরভজন সিংহকে খুঁজছিলেন শোয়েব আখতার। নিজের দল জেতার কারণে শোয়েব হালকা খোঁচাও দিয়েছিলেন হরভজনকে। বলেছিলেন, ‘হরভজন তুমি কোথায়?’

মূলতঃ ভারত-পাকিস্তান ম্যাচের কয়েকদিন আগে ভারতীয় সাবেক অফস্পিনারের দেওয়া ‘ওয়াকওভার খোঁচা’র জবাবই পাকিস্তান জয়ের পর ফিরিয়ে দিয়েছিলেন সাবেক পাকিস্তানি স্পিডস্টার। বলেছিলেন, ‘ভাজ্জি (হরভজন সিং) ওয়াকওভার লাগবে নাকি এবার?’

আরও পড়ুন : হেরে পাক ক্রিকেটারদের সঙ্গে ধোনির আড্ডা

হরভজন অবশ্য আর বিতর্কে জড়ানোকে স্রেয় মনে করলেন না। উল্টো শোয়েব আখতারকে অভিনন্দন জানিয়েছেন তিনি। সাবেক ভারতীয় স্পিনার শোয়েব আখতারের টুইটে রিটুইট করে বলেছেন, ‘তোমাদের অভিনন্দন। সত্যিই তোমরা দুর্দান্ত খেলেছ।’

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড