• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

রিজওয়ানকে জড়িয়ে ধরায় কোহলিকে নিয়ে প্রশ্ন

  ক্রীড়া ডেস্ক

২৫ অক্টোবর ২০২১, ১৬:৫৮
মোহাম্মদ রিজওয়ানকে জড়িয়ে ধরছেন কোহলি
মোহাম্মদ রিজওয়ানকে জড়িয়ে ধরছেন কোহলি। (ছবি: সংগৃহীত)

পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির ভারত মাথা তুলেই দাঁড়াতে পারেনি। হেরেছে দশ উইকেটে। তবে ম্যাচ শেষে কোহলি এমন এক কাজ করেছেন, যাতে করে গোটা সামাজিক যোগাযোগ মাধ্যমে জিতে নিলেন হৃদয়। স্বদেশিদের অনেকে খোঁচাও খেয়েছেন অবশ্য! প্রশ্ন তোলা হয়েছে, এমন হারের পর কেন হাসিমুখে রিজওয়ানকে জড়িয়ে ধরেছেন তিনি?

রবিবার (২৪ অক্টোবর) দুবাইয়ে ১৩ বল বাকি থাকতেই ১০ উইকেটে ভারতকে হারায় বাবর আজমের দল। ওপেনার মোহাম্মদ রিজওয়ান ৫৫ বলে ৭৯ রানে অপরাজিত থাকেন। এর ফলে বিশ্বকাপে প্রথমবার ভারতকে হারানোর স্বাদ পেয়েছে পাকিস্তান।

জয়সূচক শটটা এসেছে বাবরের ব্যাট থেকে। তারপরই সতীর্থকে সঙ্গে নিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন রিজওয়ান। ভারতীয় অধিনায়ক কোহলি অভিনন্দন জানাতে এসে জড়িয়ে ধরেন রিজওয়ানকে। পাক ওপেনারও তাকে হাসিমুখে জড়িয়ে ধরেন।

সেই আলিঙ্গনের ছবি আর ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের টুইটারে একে বলা হয়, ‘ক্রিকেটের স্পিরিট।’ বলিউড গীতিকার বরুণ গ্রোভার সেই ছবি পোস্ট করে টুইটারে লেখেন, ‘কোহলি এবং রিজওয়ানের মধ্যে কী দারুণ মুহূর্ত!’

শুধু বরুণই নয়, বিশ্বমঞ্চে সব দ্বৈরথ ভুলে গিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এমন ব্যবহারে পুরো বিশ্ব থেকেই আরও অনেক মিষ্টি মন্তব্য কুড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আরও পড়ুন : মুসলিম বলে ভারতীয় উগ্রপন্থীদের রোষানলে ‘শামি’

তবে ভারতীয় অধিনায়ক তির্যক মন্তব্যও কম কুড়োননি। মাইক্রো ব্লগিং সাইট টুইটারে এক নেটিজেন লিখে বসলেন, ‘কতবার এভাবে হৃদয় জিতবেন কোহলি?’ কোহলির হাসি নিয়েও উঠেছে প্রশ্ন। এক টুইটে বলা হলো, ‘কোহলির চোখেমুখে দুঃখের লেশমাত্র নেই। তার উপর আবার হাসছেন!’

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড