• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাসেলের অভাব পূরণ করেছেন সাকিব : মরগান

  ক্রীড়া ডেস্ক

০৮ অক্টোবর ২০২১, ১৫:২০
ইয়ন মরগানের সাথে সাকিব আল হাসান
ইয়ন মরগানের সাথে সাকিব আল হাসান। (ছবি: সংগৃহীত)

আন্দ্রে রাসেলের মতো প্রভাববিস্তারী একজন অলরাউন্ডারের অভাব পূরণ করা কঠিন যে কোনো দলের জন্যই। তবে কলকাতা নাইট রাইডার্সে তো একজন সাকিব আল হাসানও আছেন! দলের অধিনায়ক ইয়ন মর্গান বলছেন, ‘কলকাতার রাসেল সমস্যার কিছুটা হলেও সমাধান করেছেন সাকিব।’

আইপিএলের সংযুক্ত আরব আমিরাত পর্বে একরকম দর্শক হয়েই ছিলেন সাকিব। ইয়ন মরগান বলেন, রাসেলের সঙ্গে সুনিল নারাইন ও লকি ফার্গুসনদের ভীড়ে একাদশে ঠাঁই হচ্ছিল না বাংলাদেশের অলরাউন্ডারের। তাকে ফেরার সুযোগ করে দেয় রাসেলের চোট। ক্যারিবিয়ান অলরাউন্ডার ছিটকে যাওয়ার পর শুরুতে টিম সাউদি, টিম সাইফার্টকে খেলিয়ে শেষ পর্যন্ত সাকিবে আশ্রয় নেয় কলকাতা।

দুই ম্যাচ খেলে সাকিব আরও একবার বুঝিয়ে দেন নিজের উপযোগিতা। প্রথমটিতে ৪ ওভারে ২০ রান দিয়ে ১টি উইকেট, সঙ্গে দুর্দান্ত ফিল্ডিংয়ে সরাসরি থ্রোয়ে করেন গুরুত্বপূর্ণ রান আউট। পরের ম্যাচে ইনিংসের প্রথম ওভারে স্রেফ ১ রান দিয়ে ১ উইকেট। এরপর আর বোলিং পাননি তিনি। তবে আবারও রান আউট করে ও ক্যাচ নিয়ে অবদান রাখেন ফিল্ডিংয়ে। দলের জয়ের এই দুই ম্যাচে সাকিবের ব্যাটিং প্রয়োজনই হয়নি।

আগের ম্যাচের পর দলের জয়ে সাকিবের বড় অবদানের কথা বলেছিলেন মরগান। রাজস্থান রয়্যালসের বিপক্ষে সাকিব ১ ওভার বোলিংয়ে সাফল্য পাওয়ার পরও আর বোলিং না পাওয়ার ব্যাপারটি বিস্ময় জাগায় বেশ। তবে ম্যাচ শেষে মরগান আবারও বললেন, দলের পারফর‌ম্যান্সে সাকিবের প্রভাব অনেক।

আরও পড়েন : বাংলাদেশের হারের কারণ জানালেন কোচ

তিনি বলেন, ‘সাকিব আল হাসান দলে এসে গত দুই ম্যাচে যেভাবে পারফর্ম করেছে, আন্দ্রে রাসেলের ঘাটতি পুষিয়ে দেওয়ার কাজটা তাতে কিছুটা সহজ হয়েছে। তার মতো একজনের অভাব পূরণ করা কঠিন। সে নেই মানে, জেনুইন একজন বোলার ও ব্যাটারকে একসঙ্গে পাওয়া যাচ্ছে না। কিন্তু সাকিব এসে অসাধারণ করছে। আমাদের সবশেষ দুটি জয়ে বিশাল অবদান রেখেছে সে।’

রাজস্থানের বিপক্ষে এই ম্যাচে ৮৬ রানের জয়ে প্লে অফ একরকম নিশ্চিতই করে ফেলেছে কলকাতা।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড