• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিউজিল্যান্ড-উইন্ডিজ ম্যাচে বৃষ্টির বাগড়া, খেলা পণ্ড

  ক্রীড়া ডেস্ক

০১ ডিসেম্বর ২০২০, ০৯:৩৭
ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড
ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড তৃতীয় টি-টুয়েন্টি পরিত্যক্ত ঘোষণা। (ছবি: সংগৃহীত)

বৃষ্টিতে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের তৃতীয় টি-টুয়েন্টি ম্যাচটি।

সোমবার (৩০ নভেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ের বাই ওভালে টস জিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় স্বাগতিক নিউজিল্যান্ড।

সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় ছিল ক্যারিবীয়রা। মগজ ধোলাইয়ের লজ্জা এড়াতে নেমে ১.২ ওভারে দলীয় ১৬ রানে ফেরেন ওপেনার ব্রান্ডন কিং। এরপর মাত্র এক ওভার খেলা হতেই বৃষ্টির বাগড়া।

দীর্ঘ সময় ধরে বৃষ্টি হওয়ায় মাঠ খেলার অনুপযোগী হয়ে যায়। যে কারণে সিরিজের তৃতীয় ম্যাচটি শেষপর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন ব্লাকক্যাপস ম্যাচ রেফারি জ্যাক ক্রো।

সিরিজের প্রথম ম্যাচেও বৃষ্টি হানা দেয়। সেই ম্যাচে কায়রন পোলার্ডের ঝড়ো ব্যাটিংয়ে ১৬ ওভারে ১৮০/৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ডিএল ম্যাথডে ১৬ ওভারে ১৭৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেটে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।

আরও পড়ুন : ওয়ার্নারকে রাহুলের কুৎসিত মন্তব্য, সমালোচনার ঝড়

দ্বিতীয় ম্যাচে গ্লেন ফিলিপসের (১০৮) ঝড়ো সেঞ্চুরিতে ২৩৮/৩ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। টার্গেট তাড়া করতে নেমে ১৬৬/৯ রানে ইনিংস গুটায় ক্যারিবীয়রা। ৭২ রানের জয় পায় ব্লাকক্যাপসরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড