• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

সন্ধ্যায় মুখোমুখি হবে রিয়াদ-মুশফিক

  ক্রীড়া ডেস্ক

৩০ নভেম্বর ২০২০, ১২:১৫
মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম
মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। (ছবি: সংগৃহীত)

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে আজ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মাহমুদউল্লাহ রিয়াদের দল জেমকন খুলনা ও মুশফিকুর রহিমের দল বেক্সিমকো ঢাকা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

সোমবার (৩০ নভেম্বর) টুর্নামেন্টে মুশফিকদের এটি তৃতীয় ম্যাচ। এর আগে দুই ম্যাচ খেলে তারা দুইটিতে হেরেছে। তাই প্রথম জয় পাওয়ার জন্য মুখিয়ে তারা। মুশফিকরা প্রথম ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর কাছে ২ রানে হেরেছিল। দ্বিতীয় ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের কাছে তারা ৯ উইকেটে পরাজিত হয়।

অন্যদিকে, খুলনার এটি চতুর্থ ম্যাচ। এর আগের তিন ম্যাচে তারা একটিতে জিতেছে ও দুইটিতে হেরেছে। প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে হারতে হারতে শেষমেশ আরিফুল ম্যাজিকে ৪ উইকেটের জয় পায় রিয়াদের দল। দ্বিতীয় ম্যাচে রাজশাহীর কাছে তারা ৬ উইকেটে ও তৃতীয় ম্যাচে চট্টগ্রামের কাছে ৯ উইকেটে পরাজিত হয়।

এই টুর্নামেন্টে কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী দল জেমকন খুলনা। এই দলে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ দুই ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। আছেন ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, আল-আমিন হোসেন, জহুরুল ইসলামদের মতো অভিজ্ঞ সব ক্রিকেটার। তারপরও মাঠের পারফরম্যান্সে ব্যর্থ তারা।

আরও পড়ুন : শচিনকে টপকে সর্বোচ্চ রানের রেকর্ড কোহলির

তবে, এমন অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে চায় খুলনা। দলটির অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, ‘আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছি না। ড্রেসিংরুমে যেটা বলছি, সেটা মাঠে করতে পারছি না। তবে, দল হিসেবে আমরা এখনো ইতিবাচক আছি। শক্তভাবে ঘুরে দাঁড়াতে চায় আমরা। আশা করি, পরের ম্যাচে খুব ভালো করতে পারব।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড