• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

রস টেলরের দৃষ্টিসীমানায় ২০২৩ বিশ্বকাপ

  ক্রীড়া ডেস্ক

২৫ নভেম্বর ২০২০, ১২:০৪
রস টেলর
রস টেলর। (ছবি : সংগৃহীত)

আন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘ করার ইচ্ছার কথা আগেও জানিয়েছেন রস টেলর। সেটি আরও একবার ফুটে উঠেছে তার কণ্ঠে। নিউজিল্যান্ডের এই অভিজ্ঞ ব্যাটসম্যান জানিয়েছেন, তার দৃষ্টিসীমানায় আছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ।

তবে পথটা যে কঠিন, সেটিও উপলব্ধি করছেন তিনি। এবারের মৌসুম শেষে ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে সঠিক একটি ধারণা পাবেন বলে বছরের শুরুতে জানিয়েছিলেন টেলর। কিন্তু করোনা ভাইরাসের প্রকোপে বদলে গেছে অনেক কিছু। দীর্ঘ সময় মাঠের বাইরে আছেন ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান।

তবে অনাকাক্সিক্ষত লম্বা এই বিরতি টেলরের জন্য আশীর্বাদ হয়েই এসেছে। নিজেকে নিয়ে নতুন করে ভাবার সময়-সুযোগ হয়েছে তার। ফিরতে পারছেন আরও সতেজ হয়ে।

আরও পড়ুন : উইন্ডিজ সিরিজের আগে বড় ধাক্কা খেলো নিউজিল্যান্ড

কাল জানালেন, লক্ষ্য স্থির করেছেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলার, ‘স্বল্প ও দীর্ঘমেয়াদি লক্ষ্য সবারই আছে এবং ওয়ানডে বিশ্বকাপ অবশ্যই আমার রাডারে রয়েছে। এর মানে এটা নয় যে, আমি সেখানে খেলতেই পারব, তবে এটা অবশ্যই আমার লক্ষ্যগুলোর একটি।’

করোনার ছোবলে ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ পিছিয়ে দেয়া হয়েছে ২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড