• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘অর্থের প্রতি গাঙ্গুলীর এত লোভ, এটা সর্বনাশা’

  ক্রীড়া ডেস্ক

২৪ নভেম্বর ২০২০, ১২:০৫
সৌরভ গাঙ্গুলী
সৌরভ গাঙ্গুলী। (ছবি : সংগৃহীত)

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট হয়েও কেন ফ্যান্টাসি গেমের বিজ্ঞাপন দিচ্ছেন? এসব নিয়ে সৌরভ গাঙ্গুলীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন ইতিহাসবিদ তথা কমিটি অফ অ্যাডমিনিস্ট্রটরের সাবেক সদস্য রামচন্দ্র গুহ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে স্বার্থ সংঘাতের বিষয়ে বলতে গিয়ে এটাকে ভারতীয় ক্রিকেটের ক্ষেত্রে ‘সর্বনাশা’ বলে মন্তব্য করেন তিনি।

নিজের নতুন বই 'কমনওয়েলথ অফ ক্রিকেট : আ লাইফলং লাভ অ্যাফেয়ার উইথ দ্য সাবটেল অ্যান্ড সফিসটিকেটেড গেম কোন টু হিউম্যানকাইন্ড'-এ ভারতীয় ক্রিকেট প্রশাসনের ছবি তুলে ধরেছেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। তিনি বলেন, 'সবথেকে বড় সর্বনাশা নয়, এটা সর্বনাশা। আজ (সৌরভ) গাঙ্গুলীর দিকে তাকান, যিনি (ক্রিকেট) বোর্ডের প্রধান, তিনি ক্রিকেট ফ্যান্টাসি গেমের প্রতিনিধিত্ব করছেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অর্থের প্রতি এরকম লোভ অতিশয় বেদনাদায়ক।'

রামচন্দ্র গুহ আরও বলেন, ‘আমার বইয়ে বিষেণ সিং বেদিকে নিয়ে সবথেকে হৃদয়গ্রাহী গল্প আছে। যিনি বলেছিলেন আফগানিস্তানের ক্রিকেটারদের কোচিংয়ের জন্য তিনি কাবুল যেতেও তৈরি। ক্রিকেটের জন্য যে তিনি কোনো প্রান্তে যেতে তৈরি এবং সেটা অবশ্যই অর্থের লোভে নয়। কিছুটা বাড়তি অর্থের জন্য কেন (সৌরভ) গাঙ্গুলী কেন এই কাজগুলি করছেন? যদি বোর্ডের প্রেসিডেন্ট এরকম ব্যবহার করেন, তাহলে বোর্ডের নৈতিকতার মান নষ্ট হয়।’

আরও পড়ুন : দ্রুত বোলিং করতে শোয়েবকে ড্রাগ নেওয়ার প্রস্তাব!

উল্লেখ্য, অনলাইন জুয়ায় সৌরভ, বিরাট কোহলির মতো তারকাদের উৎসাহ প্রদান নিয়ে মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চে ইতিমধ্যে একটি জনস্বার্থ মামলা চলছে। গত ৩ নভেম্বর সৌরভ, কোহলি, অভিনেত্রী তামান্না ভাটিয়া, প্রকাশ রাজদের নামে নোটিশ জারি করেছিল ডিভিশন বেঞ্চ। পরে ১৯ নভেম্বরের শুনানিতে বিচারপতি এন কিরুবাকরণ এবং বিচারপতি বি পুগালেনন্ধী অনলাইন জুয়ার প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আগামী ১০ ডিসেম্বর মামলাটির পুনরায় শুনানি হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড