• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিসিবির ডাকে সাড়া না দিয়ে গুলশানে সাকিবদের সংবাদ সম্মেলন

  ক্রীড়া ডেস্ক

২৩ অক্টোবর ২০১৯, ১৭:১৩
বাংলাদেশ ক্রিকেট দল
আবারও সাকিবদের সংবাদ সম্মেলন (ছবি : সংগৃহীত)

১১ দফা দাবি মেনে নিতে প্রস্তুত বলে বিসিবিতে সাকিব-মুশফিকদের অপেক্ষায় বিসিবি বোর্ড কর্মকর্তারা। তবে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা মিরপুরে নয়, গুলশানের একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন ডেকেছেন।

ক্রিকেটারদের ১১ দফা নিয়ে বিসিবি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে গতকালই জানিয়েছে, দাবির বেশিরভাগই মেনে নেওয়ার মতো। আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও কোয়াবের সভাপতি নাঈমুর রহমান দুর্জয় গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যান।

গণভবন থেকে দুপুর সাড়ে ৩টায় বিসিবিতে আসেন বোর্ড সভাপতি ও নাঈমুর রহমান দুর্জয়। বিসিবি সভাপতির সঙ্গে কথা বলে মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, বিকেল ৫টা নয় বরং ক্রিকেটাররা চাইলে আলোচনা করার জন্য সন্ধ্যায়ও আসতে পারে, অপেক্ষা করবে বিসিবি।

সন্ধ্যা পর্যন্ত বিসিবির কর্মকর্তারা অপেক্ষায় থাকবেন ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসার জন্যে। কিন্তু ক্রিকেটাররা বিসিবির সঙ্গে আলোচনায় না বসে সংবাদ সম্মেলন করবেন সন্ধ্যা ৬টায়।

এ দিকে, আগামী ৩ নভেম্বর থেকে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু। এরপর হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ভারত সফরের আগে বেতন বাড়ানোসহ ১১ দফা দাবিতে খেলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসানরা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে, এই ধর্মঘট পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড